বগুড়ায় কয়েলের আগুনে কৃষকের ঘরসহ ১৩ গরু-ছাগল পুড়ে ছাই!
প্রাণিসম্পদ
বগুড়ার শিবগঞ্জে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় সাইদ জামান মণ্ডল (৫৫) নামক এক কৃষকের ৩টি ঘর, নগদ টাকা ও আসবাবপত্রসহ ১৩টি গরু-ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি নিজেও অগ্নিদগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোর রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মধ্যপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মোমিনুল ইসলাম।
সাব অফিসার মোমিনুল ইসলাম জানান, মশার কয়েল থেকে বৈদ্যুতিক তারে আগুন লেগে যায়। পরে পুরো বাড়ি আগুনে ছেয়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ৩টি টিনের ঘর, ৩টি গরু,১০টি ছাগল,আসবাবপত্র ও টাকা পয়সা পুড়ে ছাই হয়ে যায়।
মোকামতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা জানান, কৃষক সাইদ জামানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করা হয়েছে। অগ্নিদগ্ধ কৃষককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।