বরিশালে ভাসমান কৃষি প্রযুক্তি বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
কৃষি বিভাগ
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে ভাসমান কৃষি প্রকল্পের উদ্যোগে এই কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন।
ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া।
বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাক আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, এসও মো. রাজি উদ্দিন, মো. মাহবুবুর রহমান, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কমছে জমির পরিমাণ। এর মধ্য দিয়ে ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করতে হবে। তাই অনাবাদি জমি চাষের আওতায় আনা দরকার। এর অংশ হিসেবে জলাশয়ে ভাসমান বেডে ফসল আবাদে রয়েছে যথেষ্ট সুযোগ। এগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক শস্য উৎপাদন সম্ভব। আর তা বাস্তবায়ন হলে বাংলার কৃষি হবে বিশ্বসেরা।
প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, এ প্রকল্পের আওতায় দেশের ৭১ টি উপজেলায় ভাসমান বেডে ফসল উৎপাদনের কাজ চলমান আছে। যেসব জলাশয়ে ঢেউ বা খুব স্রোত নেই, এমন জায়গায় বেড তৈরি করে বিভিন্ন ফসল আবাদ করা যাবে। এর মাধ্যমে দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাবুগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া, নেছারাবাদ এবং কালকিনির ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন।
এর আগে ক্যাম্পাসের হলরুমে একই বিষয়ের ওপর কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।