বাঘায় আম কুড়াতে গিয়ে যুবকের মৃত্যু
প্রাণ ও প্রকৃতি
রাজশাহীর বাঘায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় জহুরুল ইসলাম বাবু (৩২) নামে এক যুবকের।
শনিবার(১৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে বাউসা ইউনিয়নের চকরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জহুরুল ইসলাম বাবু ওই গ্রামের আজাহার আলীর ছেলে।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান, বাড়ির পাশে আম কুড়াতে যায় জহুরুল ইসলাম বাবু (৩২)। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার দুই ছেলে মেয়ে রয়েছে।