ভান্ডারিয়ায় বজ্রাঘাতে কৃষকের প্রাণহাণি!
কৃষি বিভাগ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামে বজ্রাঘাতে আল-আমিন হোসেন তালুকদার (৩০) নামের এক কৃষকের প্রাণহাণি ঘটেছে।
শনিবার (১৫ মে) বিকেলে ওই গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোদাচ্ছের আলী তালুকদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৫ মে) বিকেলে বৃষ্টি হলে আল-আমিন বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যান। এ সময় বজ্রাঘাতে তিনিসহ ছাগলের প্রাণহানি ঘটে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জিব কুমার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।