মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষক, লাশ মিলল ১১ ঘণ্টা পর!
মৎস্য
নোয়াখালীর সুবর্ণচরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১১ ঘণ্টা পর মফিজ উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মফিজ উপজেলার দক্ষিণ চরবাগ্গা গ্রামের নুরনবী উকিলের বাড়ির আবদুল হাকিমের ছেলে। তার এক ছেলে, দুই মেয়ে ও অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন।
শনিবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। এর আগে শুক্রবার (১৮ জুন) রাত ১০টায় উপজেলার দক্ষিণ চরবাগ্গা গ্রাম থেকে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাই আবুল বাশার জানান, তার ভাই কৃষিকাজ করতেন। শুক্রবার বেলা ১১টায় স্থানীয় ফজলে এলাহীর প্রজেক্টে মাছ ধরার জন্য গিয়ে নিখোঁজ হন। পরে রাত ১০টায় পাশের একটি কচুক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ওসি মো. জিয়াউল হক জানান, শুক্রবার রাত ১০টায় দক্ষিণ চরবাগ্গা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মৃগী রোগ থাকায় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।