মাদারীপুরে ইলিশ সম্পদ রক্ষায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
মৎস্য
মাদারীপুরে ইলিশ সম্পদ রক্ষায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য অফিসের আয়োজনে এতে ৫টি উপজেলার কয়েকশ’ মৎস্য চাষি, পেশাজীবী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদারসহ অনেকেই।
কর্মশালায় ইলিশ সম্পদ উন্নয়ন ও এর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে নদীতে জাল ফেলার জন্য জেলেদের প্রতি আহবান জানান বক্তারা।