১০:১৩ পূর্বাহ্ন

বুধবার, ২২ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • মিরসরাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের চাষ
ads
প্রকাশ : নভেম্বর ২৯, ২০২১ ১২:০৮ অপরাহ্ন
মিরসরাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের চাষ
কৃষি বিভাগ

মিরসরাইয়ে চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় আমন চাষ ভালো হয়েছে বলে জানান কৃষকরা। তবে ধানের উপযুক্ত মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত রয়েছেন তারা।

মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ২১ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। চলতি বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০ হাজার ৮৫০ হেক্টর।

এছাড়া ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪ হাজার ১৬০ টন ও চাল উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৪৪০ টন। এরই মধ্যে ধান কাটা শুরু হলেও ঘরে উঠেছে মাত্র ৩৫ শতাংশ। আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ ধান ঘরে উঠবে।

চলতি বছর নেপালি, বি-৮৭, বি-৮৫, বি-২২, বি আর-১১,  চিনিগুড়াঁ, কাটারি ধান ছাড়াও দেশী প্রজাতির কিছু ধান চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। তবে কৃষকরা ধানের উপযুক্ত দাম পাওয়া নিয়ে শঙ্কিত।

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের কৃষক মো. আবদুল্লাহ জানান, তিনি এককানি চার গন্ডা জমিতে আমন ধান চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। কিন্তু তিনি যে ধান পাবেন তা বিক্রি করে ব্যয় মিটবে কিনা তা নিয়ে শঙ্কিত।

করেরহাট ইউনিয়নের কয়লা এলাকার কৃষক মো. আজম জানান, সরকার কৃষিতে যে ভর্তুকি দেয় সেটি মাঠ পর্যায়ে পৌঁছে না। এছাড়া সার, কীটনাশক ও শ্রমিকের দাম বাড়লেও সেই তুলনায় বাড়েনি ধানের দাম। তাই ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে শঙ্কিত রয়েছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রঘুনাথ নাহা জানান, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ৮৫০ হেক্টর বেশি জমিতে আমন ধান চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। তবে এখনো পুরোপুরি ধান কৃষকের ঘরে ওঠেনি। আশা করা যাচ্ছে, ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ ধান কৃষকের ঘরে উঠবে। ধানের মূল্য অন্য বছরের তুলনায় বেশি বলে তিনি জানান।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop