রাতের আঁধারে কৃষকের পেঁপে বাগান কাটল দুর্বৃত্তরা
কৃষি বিভাগ
গাজীপুরের শ্রীপুরে সংখ্যালঘু সনাতন ধর্মালম্বী এক কৃষকের অর্ধ শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।ক্ষতিগ্রস্ত কৃষকের নাম শ্রী বিপ্লব চন্দ্র বর্মণ। তিনি ওই গ্রামের শ্রী মাধব চন্দ্র বর্মণের ছেলে।উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ মধ্য পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার মধ্য রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গাছ ভর্তি পেঁপেসহ গাছগুলো কেটে ফেলে। সকালে কৃষক ক্ষেতে গেলে এ ঘটনা চোখে পড়ে। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এ গ্রামে সংখ্যালঘু সনাতন ধর্মালম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠীর চার পাঁচটি পরিবার বসবাস করে। তারা সাধারণত কৃষি কাজের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন। বিপ্লব চন্দ্র বর্মণ ও বিপুল চন্দ্র বর্মণ দুই ভাই তাদের পৈত্রিক জমিতে পেঁপে চাষ করেছেন। এরি মধ্যে গাছে বেশ পেঁপে ধরেছে।
শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অর্ধশতাধিক পেঁপে গাছ কেটে ফেলে। সকালে কৃষক ক্ষেতে গেলে এমন চিত্র দেখেন।
স্থানীয় মানবাধিকার কর্মী রাহাত আকন্দ জানান, নিরীহ কৃষকের এমন ক্ষতি চরম অন্যায়। সংখ্যালঘু পরিবারটি কৃষির ওপর নির্ভর করেই চলেন। দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন এ মানবাধিকার কর্মী।
কৃষক বিপ্লব চন্দ্র বর্মণ জানান, পৈত্রিক জমির ৭ কাঠা জমিতে পাঁচশতাধিক পেঁপে গাছ রোপন করেন। গাছগুলোর বয়স ছয় মাসের বেশি। এরি মাঝে পেঁপে বিক্রি শুরু করেন তিনি। সকালে ক্ষেতে গেলে পেঁপে ভর্তি অর্ধশতাধিক গাছ কাটা অবস্থায় দেখেন বিপ্লব। পরে তিনি স্থানীয়দেরসহ জনপ্রতিনিধিদের ডেকে ক্ষতিগ্রস্ত পেঁপে বাগানটি দেখান।
স্থানীয় ইউপি সদস্য (৩ নং ওয়ার্ড) আবদুস সামাদ জানান, সকালেই এমন খবর পেয়ে সরেজমিনে খোঁজ নিয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে আইনের আশ্রয় নিতে বলেছি। তাদের সকল সহযোগীতা করা হবে।