৬:১২ পূর্বাহ্ন

বুধবার, ২২ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • সরিষাবাড়ীতে সবজি চাষে সফল কৃষক সেলিম
ads
প্রকাশ : ডিসেম্বর ৩, ২০২২ ১০:১৪ অপরাহ্ন
সরিষাবাড়ীতে সবজি চাষে সফল কৃষক সেলিম
কৃষি বিভাগ

সরিষাবাড়ীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে সবজি চাষ করে সফল হয়েছেন কৃষক নুরুল ইসলাম সেলিম। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে নুরুল ইসলাম সেলিম প্রতি বছরই সবজি চাষ করে সফল কৃষক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চর পোগলদিঘা গ্রামের কৃষক সেলিম বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৬ বিঘা জমিতে টমেটো, করলা, শসা, বেগুন, মিষ্টিকুমড়া, লাউ, লালশাক, ধনিয়া, রসুন, পাটশাক, পেপে, মাল্টা, পেঁয়াজ, আদা, হলুদ চাষ করে সফল ও লাভবান হয়েছেন। জীবন-জীবিকায় ফিরে এসেছে স্বচ্ছলতা। তার এই সফলতা দেখে আশপাশের কয়েকজন কৃষক তার কাছ থেকে পরামর্শ নিয়ে বিভিন্ন সবজি চাষসহ অন্যান্য শীতকালীন আবাদে ঝুঁকছেন। প্রতিদিন ভোরে সেলিম ছুটে যান তার সবজি ক্ষেতে। সবজি দেখে বাড়ছে তার স্বপ্নপূরণের আশা।

নুরুল ইসলাম সেলিম বলেন, এবার শাকসবজি চাষে বাম্পার ফলন হয়েছে। এ বছরও উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগীতায় ৬ বিঘা জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছি। ৬ বিঘা জমিতে খরচ হয়েছে ১ লাখ ৮০ হাজার। এসব সবজি বিক্রি করে পুরো খরচ বাদ দিলে বিঘাপ্রতি ৪৫ থেকে ৫০ হাজার টাকা লাভ হবে বলে আশা করি।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শারমীন আক্তার বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এলে আমরা একটি প্রকল্প কৃষক সেলিমকে দিই। এ প্রকল্পের বেগুন, টমেটো, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন শাকসবজি আবাদ করা সহজতর। এ অঞ্চলের মাটি সবজি চাষের উপযোগী। উপজেলা কৃষি অফিস থেকে সবসময় মাঠ পর্যায়ে কৃষকদের তদারকি ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পরামর্শ দেয়া হচ্ছে। এবারও বাম্পার ফলন হয়েছে। দাম ভালো থাকায় কৃষক লাভবান হচ্ছে।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop