সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুত বরগুনার জেলেরা
মৎস্য
সাগরে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বরগুনার জেলেরা।
নিম্নচাপের পর আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য বরগুনার পাথরঘাটায় ট্রলারগুলোতে ভরা হচ্ছে বরফ।
চলতি মাসে পরপর তিনটি নিম্নচাপের আগাম বার্তা যথাসময়ে না পাওয়ায় সাগরে মাছ শিকারে গিয়ে ঘটেছে ট্রলার ডুবি ও নিখোঁজের ঘটনা। তাই পাথরঘাটায় একটি আবহাওয়া অফিস স্থাপনের দাবি তাদের।
অবশ্য পাথরঘাটায় আবহাওয়া অফিস স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।
গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বরগুনার অন্তত ২০টি ট্রলার ডুবে যায়। এতে প্রাণহানির পাশাপাশি শতাধিক জেলে ভাসতে ভাসতে ভারতের জলসীমায় গিয়ে আটক রয়েছেন কারাগারে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন জেলে।