নওগাঁয় কৃষকের বাড়ি থেকে দেড় লক্ষাধিক টাকার গরু চুরি
প্রাণিসম্পদ
নওগাঁর ধামইরহাট উপজেলার ১-নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত মইশর এলাকা থেকে নুর মোহাম্মদ নামক এক কৃষকের বাড়ি থেকে ২টি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা বলে দাবি করেন গরুর মালিক।
শুক্রবার (১৯ মার্চ) ভোররাতে এই ঘটনা ঘটে। নুর মোহাম্মদ মইশড় পশ্চিমপাড়ার মৃত নমির উদ্দিন মন্ডলের ছেলে।
এ বিষয়ে ওই কৃষকের ছেলে রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাতে নুর মোহাম্মদ গরুরগোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে বাড়ির দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে যান।
পরে ভোর রাতে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার ২টি গাভি গরু দরজার পাশে সিঁধ কেটে ভিতর দিয়ে দরজার তালা খুলে গরু দুটি চুরি করে নিয়ে যায়।
এমন ঘটনায় সে খুব ভেঙে পড়েন। পরে প্রতিবেশীরা এসে তাকে বিভিন্নভাবে শান্তনা দেয়। কারণ অনেক কষ্টে ধার দেনা করে গরু পালন করেছিলেন সে।
বিষয়টি আমি জানার পরে বিভিন্ন স্থানে গরু দুটির সন্ধান চালাচ্ছি বলে জানান ওই এলাকার ইউটি সদস্য সাজেদুর রহমান।।