লামায় অভিনব কায়দায় গরু চুরি, আটক ৪
প্রাণিসম্পদ
বান্দরবানের লামায় মাইক্রোবাসে করে অভিনব কায়দায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ইয়াংছায় বাজারে জনগণের হাতে আটক হোন চার চোর। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে চারজনকেই ইয়াংছা চেকপোস্টে নিয়ে যায়। চার গরু চোর এখন সেনা-পুলিশের হেফাজতে আছে।
আজ সোমবার (২৯ মার্চ) বিকাল ৫টা ১২ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
বেপরোয়াভাবে মাইক্রোটি ইয়াংছা বাজার ক্রস করে চেক পোস্টে বাধাপ্রাপ্ত হয়। গাড়ির ভেতর লাল ও আরেকটি কালো কম্বল জড়ানো একটি ধামড়া গরু যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
গাড়ি চালকের নাম সেনাম। তার ভাষ্যমতে মাইক্রোবাসের মালিক জনৈক নাসির। বাড়ি চকরিয়া ছুয়ারপাড়ি। অন্য তিন জনের নাম, তৌহিদ (২৮), নুরু (২২), সাইদুল (২২) এরা সবাই চকরিয়া উপজেলার বাসিন্দা।
গরুর মালিক বধুঝিরির বাসিন্দা নুর মোহাম্মদ পিতা মৃত হামিদ আলম। সে একটি বাগানে কাজে ছিল। বধুঝিরি রাস্তার পাশে একটি পেঁপে বাগান থেকে গরুটি চুরি করে নিয়ে আসে বলে জানা যায়।