সাতক্ষীরায় পুকুরে মিললো ৮ কেজি ওজনের চিতল
মৎস্য
সাতক্ষীরার তালা সদরের শিবপুরে পুকুরে পাওয়া গেছে ৮ কেজি ওজনের একটি চিতল মাছ। শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে তালা ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের পুকুরে এই মাছটি ধরা পড়ে।
গ্রামের আনার সরদার জানান, এই পুকুরটিতে এই অঞ্চলের মানুষ গোসল করেন। গত এক মাস ধরে পুকুরে গোসলে নামলেই তাকে কামড়াচ্ছিলো মাছটি। মাছটি কামড়ে অনেকের পায়ের মাংস তুলে নিয়েছিলো। ভয় পেয়ে অনেকেই ওই পুকুরে গোসল করা বন্ধ করেছিলো। তবে পরবর্তীতে একজনের পায়ে মাছটি কামড় দিলে তখন তার হাতে মাছের মত কিছু অনুভব হয়।
তিনি আরও বলেন, পরে মাছ কামড়াচ্ছে বলে চারিদিকে জানাজানি হয়ে যায়। এলাকার শিশুরা ভয়ে পুকুরে নামতে পারছিলো না।
স্থানীয় বৈশাখী আক্তার জানান, আমি গোসলের সময় পায়ে কামড়ে ধরে মাংস তুলে নেয়। দাঁত বসানো সেই ক্ষত এখনো রয়েছে।
পুকুরের মালিক নজরুল ইসলাম বলেন, মাছটির জন্য এলাকার মানুষ আতংকে ছিল। অবশেষে আজ পুকুরে জাল ফেলে ৮ কেজি ওজনের চিতল মাছটি ধরা পড়ে। তবে এটি বিক্রি করবো না, বাড়িতে রান্না হবে।’