জমি নিয়ে বিরোধের জেরে খুন গরু ব্যবসায়ী
কৃষি বিভাগ
বিরামপুরে এক গরু ব্যবসায়ী ৭ দিন ধরে নিখোঁজের পর পুলিশ মঙ্গলবারতার নিজ বাড়িতে পুঁতে রাখা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার পর পুলিশের হাতে আটক শাহীন নামে এক যুবক হত্যার দায় স্বীকার করে শনিবার দিনাজপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বজনরা জানান, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত. সুজার উদ্দিনের ছেলে খাদেমুল ইসলাম স্ত্রীর মৃত্যুর পর থেকে বাড়িতে একাই বসবাস করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে। ছেলেরা আলাদা বাড়িতে থাকে। ১৭ মে সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। খাদেমুল ইসলাম পেশায় একজন গরু ব্যবসায়ী। এ ঘটনায় খাদেমুলের ছেলে রায়হান কবির ২২ মে বিরামপুর থানায় সাধারণ ডায়েরি করে। ওসি সুমন কুমার মহন্ত জানান, তদন্তে জানা যায় নিহত গরু ব্যবসায়ী খাদেমুলের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিবেশী সায়েম আলী (শাহীন) ইট দিয়ে আঘাত করে এবং মৃত নিশ্চিত করে মাটিতে পুঁতে রাখে। আসামি শাহীন আদালতে ১৬৪ ধারায় শিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।