পোল্ট্রির খামার কোথায় করবেন
পোলট্রি
বর্তমানে সবাই খামারের দিকে ঝুঁকছেন বেশ। পোল্ট্রি খামার করে অনেকেই কোটিপতিও বনে গেছেন। এর থেকে লাভ পেতে সবচেয়ে বেশি নজর রাখতে হয় খামার করার জায়গার দিকে। খামারের জায়গা তথা পরিবেশ যত ভালো হবে তত উন্নতি হবে। এই জন্য দরকার কিছু পদক্ষেপ।
প্রথমত এটি শহর থেকে সামান্য দূরে হতে পারে। যেখানে জমি খুব সস্তা। কিন্তু আপনি শহরের থেকে খুব দুরে খামার করবেন না। এছাড়াও আবাসিক এলাকায় খামার স্থাপন এড়িয়ে চলুন, কারণ হাঁস-মুরগীর খামার থেকে দুর্গন্ধ হয়। খামারের অবস্থান নির্বাচন করার সময় পরিবহন ব্যবস্থা সম্পর্কে খেয়াল রাখা আবশ্যক।
খামারের স্থান উঁচু হওয়া উচিত। খামার এমন স্থানে গড়তে হবে যেখানে বন্যার পানি কখনও প্রবেশ করতে না পারে।
খামার স্থাপনের জন্য নির্বাচিত স্থানে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা থাকতে হবে।
যেখানে খামার করা হবে সেখানে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে।