দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে রাখা ছিল ৪টি গরু
প্রাণিসম্পদ
রংপুরের তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে রাখা ছিল ৪টি গরু।
এর মধ্যে ৭ ঘণ্টা পর দুটি গরু জীবিত উদ্ধার করা হলেও বাকী দুটি মারা গেছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রেকার দিয়ে বাস দুটি টেনে দুই কিলোমিটার দূরে বালুবাড়ি হাইওয়ে থানার সামনে রাখা হয়। এরপর ইসলাম এন্টারপ্রাইজের বাসটি থেকে ওই দুটি গরু উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী রহিম জানান, সকাল ৮টার দিকে উৎসুক কিছু মানুষ বাস দুটির ভেতরে, সামনে পেছনে গিয়ে দেখছিলেন। এসময় ইসলাম এন্টারপ্রাইজের বাসটির লকার থেকে শব্দ শুনতে পেয়ে লকার ভেঙে সেখান থেকে গুরুতর অবস্থায় দুটি গরু বের করে আনেন স্থানীয়রা।