দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ কৃষকের ৭ গরু
প্রাণিসম্পদ
যশোরের মণিরামপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে কৃষক ইসরাফিল মোড়লের সাতটি গরু দগ্ধ হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে গোয়ালঘর ও রান্নাঘর। গ্রামবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনায় প্রাণে রক্ষা পায় গরুগুলো।
সোমবার (৫ এপ্রিল) রাতে মণিরামপুর উপজেলার কাশিপুর দক্ষিণপাড়ায় ঘটনাটি ঘটে।
মণিরামপুর থানার পরিদর্শক শিকদার মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ইসরাফিল জানান, গত রাত ১০টার দিকে বাড়ির সামনে দোকানে লোকজনসহ বসেছিলেন তিনি। হঠাৎ গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে সবাই ছুটে যান। পরে ৪০-৫০ জন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন এসে তারাও কাজ করেন। ততক্ষণে রান্নাঘর ও গোয়াল পুড়ে ছাই হয়েছে। গোয়ালে থাকা সাতটা গরু দগ্ধ হয়েছে। এর মধ্যে তিনটির অবস্থা খারাপ।
ইসরাফিলের দাবি, গোয়াল বা রান্নাঘরে আগুন ধরার মতো কিছু ছিল না। কেউ হিংসা করে আগুন দিয়েছে।
‘আগুন লাগার কোনও সূত্র পাওয়া যায়নি। আমরা অজ্ঞাত কারণ হিসেবে রিপোর্ট করেছি বলে জানান মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু আহসান।