পোল্ট্রি খামারকে ভাইরাসমুক্ত করতে যা করবেন
পোলট্রি
পোল্ট্রি খামারের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হল ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ। পোল্ট্রি খামারে লাভবান হতে খামারকে ভাইরাসমুক্ত রাখা জরুরী।
পোল্ট্রি খামারকে ভাইরাসমুক্ত রাখতে একজন খামারি যা করবেন:
খামারে প্রবেশের সময় ফুটপথে জীবাণুনাশক মিশ্রিত পানি রাখতে হবে। এতে পা ধুয়ে এবং নিজেকে ভালো করে জীবাণুমুক্ত করে খামারে প্রবেশ নিশ্চিত করতে হবে। নতুন করে বাচ্চা উঠানোর পুর্বে খামার ভালো করে জীবাণুমুক্ত করতে হবে।
কোনোভাবেই অতিথি পাখিদের সংস্পর্শে আসা যাবে না। অতিথি পাখী যারা স্বীকার করে তাদের প্রতিরোধ করতে হবে। নিয়মিত টিকা ও প্রয়োজনীয় ওষুধপত্র্যের ব্যবস্থা দ্রুত করতে হবে।
পাশের খামারে রোগ দেখা দিলে বুঝতে হবে, আপনার খামার এখন মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। মনে রাখতে হবে, আপনার খামারটিও আক্রান্ত হতে পারে। তবে এ সময় অধৈর্য না হয়ে ঠান্ডা মাথায় কাজ করতে হবে এই সময় বহিরাগতদের কোনোভাবেই খামার শেডের কাছে আসতে দেওয়া যাবে না।
খামারের কোনো মুরগী মারাগেলে অবশ্যই মাটির নীচে পুতে ফেলতে হবে। আমাদের দেশে মরা মুরগির সঠিক সৎকার না করার কারনে সবচেয়ে বেশি মহামারী আকার ধারণ করে।
কোন সমস্যা হলে দ্রুত আপনার আশেপাশে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে।