গোপালগঞ্জে ভ্রাম্যমাণ দুধ, ডিম এবং মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
প্রাণিসম্পদ
বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টির চাহিদা নিশ্চিতকরণে এবং খামারিদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিপণনের জন্য গোপালগঞ্জ ভ্রাম্যমাণ দুধ, ডিম এবং মাংস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার(১০ এপ্রিল) প্রাণিসম্পদ দপ্তর, গোপালগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর আজিজ আল মামুন এটি উদ্বোধন করেন।
এ সময় সার্বিক সহযোগিতা করেন সম্মানিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গোপালগঞ্জ সদর, ডক্টর গোবিন্দ চন্দ্র সরদার।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের লাইভস্টক এক্সটেনশন অফিসার এবং natp-2 এর লাইভস্টক এক্সটেনশন অফিসারসহ অত্র দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।