কিশোরগঞ্জে কসাইয়ের ঘরে আগুন, পুড়েছে তিন গরু
পোলট্রি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা জুম্মা পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুল মালেক কসাই এর বাড়িতে আগুন লেগে ৩ টি ষাড় গরু পুড়ে গেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জানান, ‘শনিবার (২৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়। তবে আগুনের সূত্র কিভাবে তা এখনো জানা যায়নি।’
ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক জানান, ‘রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গরুর হাট থেকে ৩ টি ষাড় গরু ৩ লক্ষ ৮৫ হাজার টাকায় কিনে নিয়ে আসি। গরুকে খাবার দিয়ে আমি বাজারে চলে যাই। বাজারে থেকে শুনি আমার বাড়িতে আগুন লেগেছে। এখানে কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।’
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মহররম আলী বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত না করা পর্যন্ত কোন কিছু বলা যাচ্ছে না। তদন্ত করার পর বিষয়টি জানা যাবে।’
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, ‘আগুন লাগার বিষয়টি আমি শুনেছি।