শত্রুতা করে গোয়ালঘরে আগুন, দুই গরু পুড়ে ছাই, দিশেহারা দিনমজুর
প্রাণিসম্পদ
কুড়িগ্রামের রৌমারীতে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল হাকিম নামের এক দিনমজুরের গোয়ালঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী ও প্রতিপক্ষ নুরুল ইসলাম নামের এক পল্লী চিকিৎকের বিরুদ্ধে।
এতে গোয়ালঘরে থাকা দুটি গরু ও তিনটি ভেড়া পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।
শনিবার (৩১ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালগ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী দিনমজুর আব্দুল হাকিম বাদী হয়ে ৬ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী দিনমজুর আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালগ্রাম এলাকার প্রতিবেশী নুরুল ইসলামের সঙ্গে তার জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে শনিবার রাত ২টার দিকে তার বসতবাড়ির গোয়ালঘরে আগুন লাগিয়ে দেন নুরুল ইসলাম। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গরু, তিনটি ভেড়াসহ অন্য মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, বেশকিছু দিন ধরে বসতঘর সীমানা থেকে সরিয়ে না নিলে আগুন লাগানোর হুমকি দিয়ে আসছিলেন নুরুল ইসলামসহ তার ছেলে সাদ্দাম হোসেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে। তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, সরেজমিনে তদন্ত করা হয়েছে। আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুটি গরু ও তিনটি ভেড়া পুড়ে যায়। প্রকৃত ঘটনা বের করতে অনুসন্ধান করা হচ্ছে।