মাছের সাথে শত্রুতা,সাত লাখ টাকার মাছ নিধন!
মৎস্য
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের গনি প্যাদার পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির সাত লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। প্রথমে তিনি ভেবেছিলেন পানি নষ্ট বা অন্য কোনো কারণে মাছগুলো মরে যাচ্ছে। পরে বিকেলে এলাকার লোকজন এসে দেখেন পুকুরে বিষ দেওয়া হয়েছে।
গনি প্যাদা বলেন, আমার পুকুরে পাঁচ প্রজাতির মাছ ছিল। বিষ দেওয়ার কারণে সব মাছ মরে গেছে। আমার সঙ্গে শত্রুতা করে এত বড় সর্বনাশ কে করল। আমি এর বিচার চাই।
হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি আমি জেনেছি। আমি গনি প্যাদাকে বলে দিয়েছি আইনগত ব্যবস্থা নিতে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, এ বিষয় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।