পূর্ব শত্রুতার জেরে ঘেরে বিষ, ১০০ মণ মাছ নষ্ট!
মৎস্য
পূর্ব শত্রুতার জেরে যশোরের মনিরামপুরে দুটি ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় একশ মণ মাছ মরে ভেসে উঠেছে।
সোমবার রাতে উপজেলার বাকোশপোল গ্রামের হাজরাপাড়ার মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক তপন কুমার দাস ও শহিদুল হকের দাবি, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ সুব্রত বেদনাথ ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
বাকোশপোল গ্রামের হাজরাপাড়ার মাঠে ১৩ শতক জমি লিজ নিয়ে গত জানুয়ারি মাসে ঘের নির্মাণ করেন তপন কুমার দাস। আর পাশেই ৮৪ শতক জমি লিজ নিয়ে আরেকটি ঘের নির্মাণ করেন শহিদুল হক। এই ঘের নিয়ে আগে সুব্রত দেবনাথের সঙ্গে তপন দাসের বিবাদ হয়। বিষয়টি থানা পুলিশের উপস্থিতিতে মীমাংসাও হয়। কিন্তু সুব্রত দেবনাথ বিষয়টি মেনে নিতে পারেননি। তপন দাসের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সুব্রত দেবনাথ ও তার লোকজন সোমবার রাতে ঘেরে বিষ প্রয়োগ করে।
অপর ঘের মালিক শহিদুল হক জানান, ঘের নিয়ে বিবাদের সময় তিনি তপনের পক্ষ অবলম্বন করায় সুব্রত দেবনাথ তার ঘেরেও বিষ প্রয়োগ করেন। এতে তাদের ক্ষতি হয়েছে চার লাখ টাকার।
তবে সুব্রত দেবনাথ অভিযোগ অস্বীকার করে জানান, তপন দাস ও শহিদুল হক এলাকায় অনেকের কাছ থেকে ঋণ নিয়েছেন। পাওনাদারদের ফাঁকি দিতে পরিকল্পিতভাবে তারা ঘেরে বিষ প্রয়োগ করতে পারেন।
মনিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসিলাম জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।