শায়েস্তাগঞ্জে চোরাই গরুসহ আটক-৩
প্রাণিসম্পদ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ৩ গরু চোরকে একটি চোরাই গরু ও সিএনজি অটোরিকশাসহ আটক করেছে পুলিশ।
বুধবার (৫ মে) বিকেলে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- জেলার নবীগঞ্জ উপজেলার উমরপুরের শাহিদুর রহমানের ছেলে মো. জাকারিয়া (২০), মৃত কিয়ামত উল্লার ছেলে মো. আলামিন মিয়া (২২), চাঁনপুর গ্রামের মৃত আজগর মিয়ার ছেলে মো. সোহান মিয়া (১৯)।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় তার নেতৃত্বে এসআই মো. নজরুল ইসলামসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং ব্রিজ থেকে চোরাইকৃত একটি গরু, চুরি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ তিন জনকে আটক করে।
ওসি অজয় চন্দ্র দেব জানান, এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় মামলার পর বুধবার দুপুরে তাদেরকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।