কেন্দুয়ায় পুকুরে বিষ, ৬ লাখ টাকার মাছ নিধন
মৎস্য
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ ওঠেছে। এতে ওই পুকুরে চাষ করা শিং ও দেশীয় জাতের রুই-কাতলাসহ আরো কয়েকটি জাতীয় মাছ নষ্ট হয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মাছচাষি দাবি করেছেন।
শনিবার রাতে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামে প্রতিবন্ধী হেলাল মিয়ার পুকুরে এ ঘটনাটি ঘটেছে।
মৎস্য চাষি হেলাল মিয়া জানান, আমি নিজে কোনো কাজকর্ম করতে পারি না। ৪০ শতকের এই পুকুরটি ৪ বছরের জন্য লিজ নেই ৩ বছর আগে। এই পুকুরের আয় দিয়েই আমার পরিবারের জীবিকা নির্বাহ করতাম। বর্তমানে পুকুরটি শিং মাছ সঙ্গে বাংলা মাছ চাষ করেছিলাম। মাছগুলো বিক্রয় করার উপযোগী হয়েছিল। ঈদের পরেই বিক্রয় করতে পারতাম। এরই মধ্যে শত্রুতার জের ধরে বিষ দিয়ে পুকুরের সব মাছ মেরে ফেলেছে।
হেলাল মিয়া জানান, পুকুরে সেচ দেয়ার মোটরটি গত ২রা মে চুরি হয়েছে। আমাদের সঙ্গে এলাকার কয়েকজনের শত্রুতা চলে আসছে, তারাই হয়তো মোটর চুরিসহ এই সর্বনাশ করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাজ্জাতুল হাসান। তিনি পানির পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন পানি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। পানির কোনো সমস্যার কারণে মাছ মারা যাওয়ার কারণ নেই।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাজ্জাতুল হাসান বলেন, পানির কয়েকটি গুণাগুণ পরীক্ষা করে দেখেছি। এতে যা বুঝতে পারলাম পানি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। পানির কোনো সমস্যার কারণে মাছ মারা যায়নি। আর মাছ বিষক্রিয়ার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার যন্ত্র আমাদের কাছে নেই। কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত সহায়তা দেয়া হবে।