মরুর বুকে বাংলাদেশি কৃষকদের দারুণ চমক!
কৃষি বিভাগ
বিদেশেও মাটিতেও বাংলাদেশের কৃষকদের আছে ছোঁয়া। বিভিন্ন দেশে কৃষি কাজে দারুণ চমক দিয়ে যাচ্ছেন বাংলাদেশের কৃষকরা। এরইমধ্যে মরুভূমির দেশ সৌদিতেও কৃষি খামার গড়ে তুলেছেন বাংলাদেশের কৃষক উদ্যোক্তা প্রবাসীরা। যার প্রভাবে সেখানে গড়ে উঠেছে যেন একটি মিনি সবুজ বাংলাদেশ। খামারগুলোতে চাষ হচ্ছে করলা, ঝিঙে, চিচিঙ্গা, লাউ, চাল কুমড়া, মিষ্টিকুমড়া, শিমসহ নানা দেশি সবজি।
জানা যায়, সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণে আবহা অঞ্চলের বিরান মরুভূমির মাঝে একটি কৃষিখামার, আরবি ভাষায় বলা হয় মাজরা। চারদিকে ধু-ধু মরুভূমির মধ্যে এই খামারে পানি সেচ করা হয় গভীর নলকূপ থেকে জেনারেটরের সাহায্যে।
উদ্যোক্তারা জানান, এসব কৃষি খামারে কাজ করছেন বহু প্রবাসী বাংলাদেশি। কৃষি খামারে উৎপাদিত শাকসবজি স্থানীয় শহরে নিয়ে পাইকারি বিক্রি করা হয়। এ সব পাইকারি ব্যবসায়ীদের মধ্যেও আবার অনেকে রয়েছেন বাংলাদেশি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কৃষি খামারে বিনিয়োগের মাধ্যমে আরো অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।