গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শিশুর
প্রাণিসম্পদ
নেত্রকোনার পুর্বধলা উপজেলার ভাবানিপুর গ্রামে বজ্রপাতে আশামনি নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছেন। এ সময় সেলিনা (৫০) নামে এক নারী আহত হয়েছেন।নিহত শিশু আশামনি ওই গ্রামের আব্দুল আলীর মেয়ে। আহত সেলিনা একই গ্রামের মোতালেব’র স্ত্রী।
শুক্রবার (০৪ জুন) বিকেলে উপজেলার ধলামুলগাও ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের সময় শিশুটি গরু আনতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। এ সময় শিশু আশামনি বাড়ির পাশে পুকুর পাড় থেকে গরু আনতে যায়। একই সাথে পাশের বাড়ির সেলিনা ওই পুকুরে গোসল করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আশামনি নিহত হয় ও সেলিনা আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান।