বঙ্গবন্ধুর সমাধিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের শ্রদ্ধা
প্রাণিসম্পদ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: শেখ আজিজুর রহমান শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট নিহত পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করনে এবং বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লক্স ঘুরে দেখেন।
এ সময় মহা পরিচালকের পরিবারের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থাণীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।