গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু
প্রাণিসম্পদ
ময়মনসিংহের নান্দাইলে সারাদিন কাজ শেষে সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আবদুল্লাহ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার রাজগাতী ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
রাজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুকন উদ্দিন বলেন, সারাদিন কাজ শেষে সন্ধ্যার দিকে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা টের পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বজ্রপাতে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।