৩:১১ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে ৫০ লাখ টাকার মাছ নিধন
ads
প্রকাশ : জুন ২৯, ২০২১ ১০:৩৭ পূর্বাহ্ন
শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে ৫০ লাখ টাকার মাছ নিধন
মৎস্য

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে ৫০ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দিবাগত রাতের কোনো এক সময়।

জানা যায়, উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামে মৎস্য ব্যবসায়ী ইমান উদ্দিনের পুকুরে বিষ প্রয়োগে মরে যাওয়া মাছ শত শত লোক যে যার ইচ্ছেমতো কুড়িয়ে নিয়ে যাচ্ছে। যেন দেখার কেউ নেই।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী ইমান উদ্দিন জানান, ‘আমার সঙ্গে দক্ষিণ তারুয়া চৌধুরী বাড়ির আজাদ ছৌধুরীর ছেলে মাসুদসহ এমরান, আজাদ, ফরহাদ ও ওবায়দুলের ১৫ থেকে ১৬ দিন আগে বাড়ির সীমানা নিয়ে কথাকাটি হয়। তখন তারা আমার পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিলেন। তারাই গতকাল দিনগত রাতে আমার পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে। আমার ৩০০ শতকের পুকুরে তেলাপিয়া, সিলভার কার্প, পাঙ্গাসসহ আরও দুই-তিন জাতের প্রায় ৫০ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে।’

তিনি আরো জানান, ‘আমাকে একেবারে নিঃশ্ব করে দিয়েছে। আমি এখন চোখে অন্ধকার দেখছি। কীভাবে এত বড় ক্ষতি আমি কাটিয়ে উঠব বুঝে উঠতে পারছি না। আমার সারা জীবনের সঞ্চয় নষ্ট করে দিয়েছে চৌধুরী বাড়ির এমরান, মাসুদ, ফরহাদ ও ওবায়দুল। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি আমার ক্ষতিপূরণ আদায়ের দাবি জানাচ্ছি।’

উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী সাফি বলেন, ‘আমার প্রতিপক্ষ আমার ছোট ভাইয়ের পুকুরে বিষ ঢেলে অন্তত ৫০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে।’

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ মাহমুদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।’

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop