স্কুল বন্ধ, হাসের খামারে ব্যস্ত ৫ম শ্রেণি পড়ুয়া রিফাত
প্রাণিসম্পদ
করোনায় সব স্তব্ধ। শিক্ষা প্রতিষ্ঠান বহুমাস ধরে বন্ধ। ছাত্রদের সময় কাটছে আড্ডায়। আর ঠিক এই সময়টাতে ৫ম শ্রেণি পড়ুয়া রিফাত (১২) ব্যস্ত ছোট খামার নিয়ে।
বগুড়ার শাজাহানপুরের ৫ম শ্রেণিতে পড়ে রিফাত। করোনা ভাইরাসের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছন। দীর্ঘ দিন বসে থাকার পর বাসা থেকে ১০০ টি পাতি হাঁস কিনে নিয়েছিলো। গ্রামের মাঠে ঘাটে হাঁস পালন করেন। প্রথম চালানেই ভালো দামে বিক্রি করেন। তারপর থেকে পরিবার থেকে হাঁস পালন করা উদ্যোগ নেন এবং হাঁস পালন করেন।
প্রতিটি হাঁস চার মাস পালন করে ১৭০-১৮০ টাকা পিস বিক্রি করেন। এতে করে পরিবার আর্থিক দিক থেকে সাবলম্বি হতে থাকেন। রিফাতের সফলতা দেখে গ্রামের আরো ছেলে খামার দিতে অগ্রহ প্রকাশ করছে।
এলাকার বিশিষ্ট সমাজ সেবক ওরাসাতুল মোস্তফা সোহাগ জানান, রিফাতের এমন কাজে আমি খুব খুশি। তবে লেখাপড়ার যেন কোন ক্ষতি না হয় এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এ কাজ থেকে এলাকার যুবকদের উৎসাহ নিতে হবে, তবে সমাজের বেকারত্বের হার কমবে।
এগ্রিভিউ/এসএমএ