অবৈধ পথে আসা ২৭টি ভারতীয় গরু উদ্ধার
প্রাণিসম্পদ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ পথে আসা ২৭টি গরু উদ্ধার করেছে পুলিশ।
রোবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর এলাকায় তসলিম উদ্দিন নামে এক চোরাকারবারির বাড়ি থেকে ওই ২৭টি গরু উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়,রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তসলিম উদ্দিন নামে ওই চোরাকারবারির বাড়িতে অভিযান চলালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তসলিম উদ্দিন তার বাড়ি থেকে পালিয়ে যায়৷ পরে পুলিশ তার বাড়ি থেকে ভারত থেকে নিয়ে আসা ২৭টি গরু উদ্ধার করে।
বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানার হেফাজতে রয়েছে। উদ্ধার হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ভারতীয় গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। পরে উদ্ধার হওয়া ভারতীয় গরুগুলো কাস্টমসের মাধ্যেমে নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি।
এগ্রিভিউ/এসএমএ