হেলিকপ্টারে নামানো হলো গরু
প্রাণিসম্পদ
হেলিকপ্টারের সাহায্যে পাহাড় থেকে আহত গরু নামানো হয়েছে। এভাবে একে একে নামিয়ে আনা হয়েছে ১০টি গরু। এরই মধ্য গরু উদ্ধারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
সুইজারল্যান্ডের আল্পস পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটে।
পায়ে চোট লাগায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল গরুটি। এই অবস্থায় পাহাড় থেকে হাঁটিয়ে সমতলে নামালে আঘাত আরো বাড়তে পারত। তাই পাহাড় থেকে গরু নামাতে হেলিকপ্টার ডেকে আনেন গরুর মালিক কৃষক ড্যাং।
পরে হেলিকপ্টারের সাহায্যেই পাহাড় থেকে সমতলে নামিয়ে আনেন প্রিয় পোষ্যকে। খবর এসবিএস নিউজের।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ের ওপর অনেক জায়গাতেই গাড়ি নিয়ে প্রবেশ সম্ভব না। তাই বিকল্প হিসেবে আহত গরুদের উদ্ধারে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার।
ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে হেলিকপ্টার থেকে ঝুলছে আহত গরুটি। তার সারা শরীরে হার্নেস লাগানো। এভাবেই সুইস আল্পস থেকে সমতলে নামানো হয় গরুটিকে।