কালিহাতীতে বিনামূল্যে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ
কৃষি বিভাগ
কামরুল হাসান, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে খরিপ-২/২০২১-২২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ বিঘা জমির জন্য জনপ্রতি ৫ কেজি করে মাসকলাই বীজ, ৫ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহানা মামুন প্রমুখ।