রামুতে দুর্বৃত্তের গুলিতে কৃষক আহত
পাঁচমিশালি
কক্সবাজারের রামু উপজেলায় রিকশা নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন মেহের আলী (৫০) নামে এক কৃষক। গতকাল শনিবার রাত ১০টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়া নালা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে মেহের আলী রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হামিদুল হকের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে।
স্থানীয়রা জানিয়েছেন, গুলি করার পর দুর্বৃত্তরা সোনাইছড়ি খাল পার হয়ে মৌলভীর পাড়া এলাকার দিকে পালিয়ে যায়। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান।