৬:২৮ অপরাহ্ন

শুক্রবার, ১৫ নভেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : মে ৪, ২০২২ ১২:৩১ অপরাহ্ন
গভীরসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস
পাঁচমিশালি

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানো সহ বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কিঃমি, যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৩০-৪০ কিঃমি বেগে বয়ে যাবে।

 

আগামী ৭২ ঘন্টায় আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

কুমারখালিতে সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। এছাড়াও ঈশ্বরদীতে ৫৩ চুয়াডাঙ্গায় ৪০, যশোরে ৩৯, তারাশে ৩৮, রাজশাহীতে ৩১, টাঙ্গাইলে ৩৭, মাদারীপুরে ১৪, গোপালগঞ্জে ১৯, নিকলীতে ২৭, ময়মনসিংহে ৩০ চট্টগ্রাম ১৬ মাইজদীকোর্ট ২৪, সিলেটে ২৩ শ্রীমঙ্গলে ৩০, পটুয়াখালীতে ১৫, সাতক্ষীরায় ২৪, মংলা ২৪, খুলনায় ২২, বদলগাছীতে ১৫, বগুড়া ২০ মিলিমিটার সহ দেশের অন্যান্য জেলায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার চট্টগ্রামে সর্বোচ্চ ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং তেতুলিয়ায় সর্বানিন্ম তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৭ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৮ মিনিট।

শেয়ার করুন

প্রকাশ : মে ২, ২০২২ ১২:২৫ অপরাহ্ন
দেশের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা
পাঁচমিশালি

রাজশাহী,রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানো সহ বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কিঃমি, যা অস্থায়ীভাবে পশ্চিম/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় ৪০-৫০ কিঃমি বেগে বয়ে যাবে।

আগামী ৪৮ ঘন্টায় দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গোপালগঞ্জে সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। এছাড়াও নেত্রকোনায় ১২, পটুয়াখালী ০৯, ফেনী ০৮, ভোলা, যশোর ও কুমিল্লায় ০৭, বরিশাল ০৬ মিলিমিটার ও দেশের অন্যান্য জেলায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রবিবার মংলায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং গোপালগঞ্জে সর্বানিন্ম তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৩ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৭ মিনিট।

শেয়ার করুন

প্রকাশ : মে ২, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ন
ড্রাগন ফলের যত উপকার
পাঁচমিশালি

ড্রাগন ফ্রুট এক ধরনের ক্যাকটাস ভিত্তিক ফল। এই ফলটিকে দুই ভাগে কেটে, খুব সহজেই চামচ দিয়ে ভিতরের শাঁস খাওয়া যেতে পারে। তাছাড়া মিল্কশেক, কিংবা স্মুদি তৈরি করেও ড্রাগন ফ্রুট উপভোগ করা যেতে পারে। এটি স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ড্রাগন ফল স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

ড্রাগন ফলে আরও যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ: ড্রাগন ফ্রুট প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি ফল। এর ক্যালরির মাত্রাও তুলনামূলক অনেকটাই কম। এতে যথেষ্ট পরিমাণে ডায়েটরি ফাইবার রয়েছে। এক কাপ (২২৭ গ্রাম) ড্রাগন ফলে, ১৩৬ ক্যালরি, ৩ গ্রাম প্রোটিন,৭ গ্রাম ফাইবার, ৮ শতাংশ আয়রন, ১৮ শতাংশ ম্যাগনেসিয়াম, ৯ শতাংশ ভিটামিন-সি , ৪ শতাংশ ভিটামিন পাওয়া যায়। এসবই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ: ড্রাগন ফল ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড এবং বিটাসায়ানিন-এর মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এই প্রাকৃতিক পদার্থগুলি শরীরের কোষগুলিকে ফ্রি ব়্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে। এটি এক প্রকার অণু, যা ক্যান্সার এবং অকাল বার্ধক্যের মতো রোগের কারণ হতে পারে।

গর্ভবতী নারীদের জন্য উপকারী: ড্রাগন ফলে ভিটামিন বি, ফোলেট এবং আয়রন থাকায় এটি গর্ভবতী নারীদের জন্য আদর্শ ফল। ভিটামিন বি এবং ফোলেট শিশুর জন্মগত ত্রুটি রোধ করতে সহায়তা করে এবং গর্ভাবস্থায় শক্তি সরবরাহ করে। তাছাড়া এতে থাকা ক্যালসিয়াম ভ্রূণের হাড়ের বিকাশের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা ম্যাগনেসিয়াম নারীদের পোস্টমেনোপজাল জটিলতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

ক্যান্সারের ঝুঁকি কমায়: ড্রাগন ফলের মধ্যে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য বর্তমান। এটি কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে অত্যন্ত সহায়ক। তাছাড়া এই ফল ভিটামিন সি সমৃদ্ধ, তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতেও সহায়তা করে। এটি বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, অ্যালঝেইমার এবং পারকিনসনের মতো রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।

ডায়াবেটিসের ঝুঁকি কমায়: ড্রাগন ফল ফাইবার সমৃদ্ধ হওয়ায়, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এই ফলের নিয়মিত সেবন, রক্তে শর্করার ভারসাম্যতা বজায় রাখতে সহায়তা করে।

হজমের জন্য ভালো: এই ফলে থাকা নানা উপাদান ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সহায়তা করে, যার ফলে হজম ক্ষমতাও ভালো হয়। তাছাড়া এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায়, হজম স্বাস্থ্যকে ভালো রাখতে সহায়তা করে।

হৃদরোগের জন্য উপকারী: ড্রাগন ফলের ক্ষুদ্র কালো বীজগুলি, ওমেগা থ্রি এবং ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এগুলি হৃৎপিণ্ডের জন্য খুবই ভালো । এ কারণে এই ফল হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। এটি হৃৎপিণ্ড ভালো রাখার পাশাপাশি, রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে।

বার্ধক্যের লক্ষণগুলি প্রতিরোধ করে: অস্বাস্থ্যকর জীবনধারা, চাপ, দূষণ এবং খারাপ খাদ্যাভ্যাসের কারণে অকাল বার্ধক্যের সমস্যা আজকাল খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ড্রাগন ফ্রুট ভিটামিন-সি সমৃদ্ধ হওয়ায়, এটি ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সহায়তা করে। তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে, দিনে একবার এর জুস খেতে পারেন। এছাড়া, এটি চুলের জন্য খুব উপকারী।

হাড়ের জন্য ভালো: ড্রাগন ফলে প্রায় ১৮ শতাংশ ম্যাগনেসিয়াম থাকায় এটি হাড়কে শক্তিশালী করে তোলে এবং হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। ফলে অস্থিসন্ধির ব্যথা, ফ্র্যাকচার কিংবা ভেঙে যাওয়ার ঝুঁকিও অনেকটাই কমে যায়। ৱ

চোখের জন্য উপকারী: ড্রাগন ফলে বিটা-ক্যারোটিন রয়েছে। তাই, এই ফল চোখের বিভিন্ন সমস্যা যেমন – ছানি পড়ে যাওয়া এবং ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করতে সহায়তা করে।

শেয়ার করুন

প্রকাশ : মে ১, ২০২২ ১২:৩১ অপরাহ্ন
সারাদেশে বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভাবনা
পাঁচমিশালি

রাজশাহী,রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানো সহ বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কিঃমি, যা অস্থায়ীভাবে পশ্চিম/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় ৪০-৫০ কিঃমি বেগে বয়ে যাবে।

আগামী ৭২ ঘন্টায় দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গোপালগঞ্জে সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। এছাড়াও রংপুরে ০৯, নেত্রকোনায় ১২, ফেনী ০৮, ভোলা, যশোর ও কুমিল্লায় ০৭ মিলিমিটার ও দেশের অন্যান্য জেলায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার চাঁদপুরে সর্বোচ্চ ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং গোপালগঞ্জে সর্বানিন্ম তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৬ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৭ মিনিট।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ৩০, ২০২২ ২:১১ অপরাহ্ন
এনভিএসএ এর ইফতার মাহফিলে ভেটেরিনারিয়ানদের মিলনমেলা
পাঁচমিশালি

নাজমুল হাসান: নরসিংদী ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (এনভিএসএ) আয়োজিত ইফতার মাহফিল ও বিশ্ব ভেটেরিনারি দিবস-২২ উপলক্ষ্যে মতবিনিময় সভা ভেটেরিনারিয়াদের মিলনমেলার পরিণত হয়েছে।

শুক্রবার, (২৯শে এপ্রিল) নরসিংদী সদরের ডিসি চত্বরের রাধুনী হোটেল ও রেস্তোরায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সদরের লাইভস্টক এক্সটেনশন অফিসার (এল.ই.ও.) ডা. মানসুরা আক্তার পাপিয়া, উপদেষ্টা ডা. আবু সূমায়ের, ডা. মিহির কর।

অনুষ্ঠানে এনভিএসএ’র সভাপতি খালেদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুন্না আবির, সোহেল রহমান, রুমানা তৃষা, নাজমুল হাসান তানভীর।

বক্তব্যকালে নাজমুল হাসান তানভীর বলেন, “ভেটেরিনারি ডাক্তারদের সহযোগিতায় শিক্ষার্থীদের বিভিএ এর জেলা প্রতিনিধি কমিটি হিসেবে ভেটদের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করতে চাই। নির্বাক প্রাণীদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে পেশাগত যেকোন সমস্যা মোকাবেলায়, দাবি আদায়ে আমরা বদ্ধপরিকর।”

প্রধান অতিথি সদরের এল.ই.ও. তার বক্তব্যে বলেন, “অ্যাসোসিয়েশন মানেই বন্ধন, বর্তমানে এত বড় পরিসরে তোমরা একটি এসোসিয়েশন চালাচ্ছো তার জন্য সাধুবাদ জানাই।দেশ জনগণের স্বার্থে তোমাদের এসোসিয়েশন সর্বজন আলোড়িত হোক, তিনি জেলার সমস্যার সমাধান কল্পে সম্মুখসারীর ভেটেরিনারিয়ানদের সম্পৃক্ত করে বিভিন্ন দাবি আদায়ে ও কর্মকান্ড পরিচালনা করতে উদ্বুদ্ধ করেন।এতে তিনি ও কর্মকর্তাবৃন্দ সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে পাশে থাকবেন বলে জানান।”

উপদেষ্টা সদস্য ডা. আবু সুমায়ের তার বক্তব্যে সকলের একান্ত প্রচেষ্টা জোরদারের কথা বলেন। তিনি বিভিএ নেতৃবৃন্দকে আন্তরিক অভিবাদন জানান এরকম একটি কমিটি অনুমোদনের জন্যে, ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করেন।

আরেক উপদেষ্টা ডা. মিহির কর বলেন, “ভবিষ্যতে সকলের সম্পৃক্ততার মাধ্যমে জেলা ভেটেরিনারিয়ানদের কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখবে। এনভিএসএ’র ব্যাপারে সবরকম সহযোগিতা দেওয়ার ব্যাপারে উপদেষ্টা প্যানেল থেকে এই আশাবাদ ব্যক্ত করেন।”

এসময় সমাপনী বক্তব্যে খালেদ হাসান বলেন “করোনাকালীন সময়ের কারণে উদ‍্যোগ নেওয়া কিছু কর্মসূচির ব্যত্যয় ঘটে,যার জন‍্য আন্তরিক দুঃখ প্রকাশ করি এবং ভবিষ্যতে সকলের সহযোগিতায় হাতে নেওয়া বিভিন্ন কর্মসূচিগুলোর কথা জানান। এ সময় তিনি আগত অতিথি, স্পন্সর, সদস‍্যবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভ্যাক্সিনেশন প্রোগ্রাম,ভ্রমণ, চেকআপ প্রোগ্রাম ইত্যাদির কর্মসূচির ব‍্যাপারে সদস‍্যদের অবহিত করেন। ভবিষ্যতে যোগাযোগের মাধ্যমে যেন কমিটির সদস্যদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও জোরদার হয় সে ব‍্যাপারে আশাবাদ ব‍্যক্ত করেন।”

আড়ম্বরপূর্ণ ইফতার শেষে সদস্যরা নিজেদের মধ্যে মতবিনিময়, ফটোসেশন সম্পন্ন করেন।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ৩০, ২০২২ ১২:১৮ অপরাহ্ন
দেশে বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির পূর্বাভাস
পাঁচমিশালি

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানো সহ বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং রাঙ্গামাটি জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে।

শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিঃমি, যা অস্থায়ীভাবে পশ্চিম/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় ৫০-৬০ কিঃমি বেগে বয়ে যাবে।

আগামী ৭২ ঘন্টায় দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সিলেট ও বদলগাছীতে সর্বোচ্চ ৩৮ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। এছাড়াও তেঁতুলিয়াতে ৩৩, ডিমলা ৩১, রাজারহাটে ২৪, সৈয়দপুরে ১৭, বগুড়াতে ১১, নেত্রকোনায় ১০ মিলিমিটার ও দেশের অন্যান্য জেলায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার যশোরে সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বদলগাছীতে সর্বানিন্ম তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭১ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৬ মিনিট।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ২৯, ২০২২ ১২:২৯ অপরাহ্ন
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা
পাঁচমিশালি

কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানো সহ বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিঃমি যা অস্থায়ীভাবে ৫০-৬০ কিঃমি বেগে বয়ে যাবে।

আগামী ৪্৭২ ঘন্টায় দেশে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার যশোরে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং তেঁতুলিয়া সর্বানিন্ম তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৬ মিনিট।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ২৮, ২০২২ ১২:২০ অপরাহ্ন
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
পাঁচমিশালি

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানো সহ বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ফরিদপুর,মাদারীপুর,গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং রাঙ্গামাটি জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ/ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিঃমি বেগে বয়ে যাবে।

আগামী ৪৮ ঘন্টায় দেশে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া আগামী ৫ দিনে দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নেত্রকোনায় সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। এছাড়াও সিলেটে ১৩,ডিমলা ও রাজারহাটে ১০, সৈয়দপুরে ০৯, রংপুরে ০৭, রাঙ্গামাটিতে ০২, মিলিমিটার ও শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বুধবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং নেত্রকোনায় সর্বানিন্ম তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৬ মিনিট।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ২৭, ২০২২ ৪:৩১ অপরাহ্ন
তরমুজের গুনাগুন
পাঁচমিশালি

 গরম পড়তেই বাজারে উঠছে তরমুজ। গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে এই রসালো ফলের দিকে ঝুঁকেছেন অনেকেই। বেলার দিকে তরমুজের জুসই হোক বা খাওয়ার পরের ফল হিসাবে, তরমুজের জুড়ি মেলা ভার। তাছাড়া শরীর ঠাণ্ডা রাখা থেকে শুরু করে, বহু রোগ থেকে সুরক্ষা দেয় তরমুজ। তবে তরমুজের গুণের পাশাপাশি এর খোসার উপকারিতাও একনজরে দেখে নেওয়া যাকঃ-

১. তরমুজের গুণ-হার্টের রোগ থেকে মুক্তি দিতে তরমুজ অপরিহার্য। কার্ডিওভ্যাসকুলার রোগ প্রতিরোধে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে, রোগের ঝুঁকি কমাতে তরমুজের জুড়ি মেলা ভার।

২. তরমুজের গুণ-তরমুজে বহু মিনারেল ও ভিটামিন থাকায় তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তরমুজে থাকা উপাদান চোখ ভাল রাখতে সাহায্য করে।

৩. তরমুজে রয়েছে লাইকোপিন। যা ত্বকের উজ্জ্বলাত বাড়ায়।

৪. তরমুজে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এ। এছাড়াও রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। কিডনি ও লিভার সুস্থ রাখতে যা কার্যকরী। এছাড়াও তরমুজ মনকে শান্ত রাখে, প্রবল গরমে দেয় ঠাণ্ডার প্রভাব।

৫. রক্তশূন্যতার ক্ষেত্রে তরমুজ যেমন উপকারী, তেমনই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও তা উপকারী।

৬. তরমুজের খোসায় থাকে সিট্রুলাইন, যা রক্তনালীর প্রসারে সাহায্য করে। গবেষণা বলছে, এটি পেশীতে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে।

৭. তরমুজের খোসায় থাকে রসালো ভাব, থাকে জলের পরিমাণ। যা শরীরকে ডিহাইড্রেড হতে দেয় না। এতে ক্যালোরির পরিমাণ কম থাকায়, তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

৮. তরমুজের খোসায় রয়েছে লিবিডো বর্ধক অ্যামিনো অ্যাসিড সিট্রুলাইন। এছাড়াও কিছু গবেষণা বলছে, তরমুজের সঙ্গে খোসার কিছু অংশ মুখে চলে গেলেও সমস্যা নেই। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

৯. রক্তের শর্করা কমাতে সাহায্য করে তরমুজের খোসা। কমাতে পারে কোলেস্টেরলের সমস্যা। এছাড়াও শরীরে ফাইবারের মাত্রা বাড়াতে তরমুজ গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ২৭, ২০২২ ১২:৩৪ অপরাহ্ন
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
পাঁচমিশালি

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানো সহ বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং রাঙ্গামাটি অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ/ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিঃমি বেগে বয়ে যাবে।

আগামী ৭২ ঘন্টায় দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নেত্রকোনায় সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। এছাড়াও সিলেটে ১৩,ডিমলা ও রাজারহাটে ১০, সৈয়দপুরে ০৯, দিনাজপুরে ০৭ মিলিমিটার ও শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং নেত্রকোনায় সর্বানিন্ম তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৫ মিনিট।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop