৪:৪৩ পূর্বাহ্ন

বুধবার, ১৫ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
প্রকাশ : অগাস্ট ৪, ২০২২ ৭:৫৫ পূর্বাহ্ন
হঠাৎ মুরগি খাবার কম খাচ্ছে, জেনে নিন কারণ ও প্রতিকার
পোলট্রি

বর্তমানে সকল পেশার মানুষই মুরগি পালনের দিকে ঝুঁকছেন। অল্প পুঁজি আর সঠিক পরিশ্রমে এতে লাভ করা যায় প্রচুর। তাই সবাই এই পেশার প্রতি আকৃষ্ট হচ্ছে দিন দিন। তবে এই পেশার লাভের মুখ দেখতে হলে সব সময় যত্ন নিতে হয় মুরগির, রাখতে হয় সকল ধরণের ‍পরিবেশবান্ধব ব্যবস্থা। আজকের লেখায় মুরগি হঠাৎ খাবার খাওয়া কমিয়ে দেওয়া এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করা হলো। যা একজন খামারীরর জন্য জানা অত্যাবশ্যক।

বিভিন্ন কারণে মুরগি কম খাবার খায়। আবহাওয়া পরিবর্তন হলে মুরগি খাবার কম খায়। যেমন শীতকালের শেষে গরম পড়তে শরু করলে। মুরগির ধকল হলে খাবার কম খায়। যেমন মুরগির ঠোঁট কাটা হলে ব্যাথাজনিত কারণে এবং ভয় পাওয়ার কারণে খাবার কম গ্রহণ করে।

অন্যদিকে হটাৎ খাদ্য পরিবর্তন করলে। হটাৎ প্রি স্টাটার খাদ্য থেকে স্টাটার কিংবা স্টাটার থেকে গ্রোয়ার খাদ্য দিলে খাবার কম খায়। মুরগি অসুস্থ হলে খাবার কম গ্রহণ করে। অসুস্থ মুরগি ঝিমায়, মুখ থেকে লালা ঝরে ও মাথা নিচের দিকে দিয়ে ঠোঁঠ মাটিতে লাগিয়ে দেয়। এক্ষেত্রে খাবার কম খাওয়া স্বাভাবিক।

খাদ্যের সঙ্গে কোনো কিছু মেশালে খাবার কম খায়। ঝিঁনুকের গুঁড়া মিশিয়ে দিলে মুরগি খাবার কম খেতে পারে। এছাড়া অন্যান্য খাদ্য উপাদনের সংযুক্তিতে মুরগি খাবার কম খায়। খাদ্যের পাত্র উঁচুতে হলে খাবার খেতে পারে না। অপ্রচলিত পাত্রে খাবার দিলে মুরগি খাবার কম খায়। তাছাড়া শরীরে ভিটামিন মিনারেলের অভাব দেখা দিলে মুরগি কম খাবার খায়।

মুরগি কম খাবার খেলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ঋতু পরিবর্তনের আগেই খামারের পরিচর্যা নিতে হবে। শীতকালে খামার ঘিরে দেওয়া থাকলে তা তাপমাত্রা বুঝে আস্তে আস্তে সরাতে হবে। যেন মুরগির উপর তাপমাত্রার প্রভাব না পড়ে।

ধকল জনিত কারণে খাবার কম খেয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কয়েকদিন পর এমনিতেই খাবার খাবে। খাদ্য পরিবর্তনের জন্য স্বাভাবিক খাওয়া কমে যেতে পারে। মুরগির খাবার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড ডাক্তার কিংবা প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। সঠিক উচ্চতায় খাবারের পাত্র দিতে হবে। যাতে মুরগি ভালোভাবে খাবার খেতে পারে।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৪, ২০২২ ৭:৩৭ পূর্বাহ্ন
ফেনীতে চাহিদার তুলনায় সংকট দেশি মুরগির
পোলট্রি

দেশি মুরগির ডিম আর মাংস স্বাদ ও পুষ্টির জন্য সব শ্রেণি-পেশার মানুষের কাছে বেশ জনপ্রিয়। দেশি মুরগির চাহিদা থাকলেও সরবরাহ কম থাকায় বাড়তি দাম দিয়েই কিনতে হচ্ছে ক্রেতাদের।

গ্রামীণ জনপদের গৃহস্থের দেশি জাতের মুরগি পালন কমে যাওয়ায় সরবরাহ কমেছে বলে মনে করেছেন ফেনীর মুরগি ব্যবসায়ীরা।

মুরগি ব্যবসায়ীরা জানান, দেশি মুরগি জোগানের সবটা গ্রামীণ জনপদের গৃহস্থের কাছ থেকে আসে। আগে গ্রামের প্রত্যেক বাড়িতে মুরগি পালন করলেও এখন কমে গেছে। দেশি মুরগি বংশবৃদ্ধি এবং বড় হওয়া সময়সাপেক্ষ। তবে দেশি মুরগির চাহিদা কিন্তু আছেই, তা দাম একটু বেশি হলেও ক্রেতারা কিনতে আগ্রহী।

শহরের বড় বাজার, পৌর হাকর্স মার্কেট ও মহিপালের মুরগি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশি জাতের বড় মোরগ (রাতা) প্রতিকেজি ৬শ টাকা থেকে ৭শ টাকা দরে বিক্রি করে থাকেন। পাশাপাশি মুরগির কেজি ৪৫০টাকা থেকে ৫০০টাকা দরে বিক্রি করছেন।

জানা যায়, বাণিজ্যিকভাবে দেশি মুরগির লালন পালন নেই। গ্রামের গৃহস্থ বা চাষিরা নিজ বাড়িতে যেসব মুরগি লালন পালন করেন সেগুলো হাটবাজারে বিক্রির সূত্র ধরে ব্যাপারিদের (পাইকার) কাছে চলে আসে। পরে সাধারণ ক্রেতাদের কাছে চলে যায়। তবে তা সীমিত আকারে হওয়ায় চাহিদা পূরণ হয় না। গৃহস্থ থেকে পাইকাররা মুরগি পিস হিসেবে কম মূল্যে কিনে নিলেও পরে তা বাজারে বিক্রি হয় কেজি দরে।

সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা হোসনা আরা বেগম দীর্ঘ ২৬ বছরের সংসার জীবনের শুরু থেকে হাঁস-মুরগি পালন করে আসছেন।

তিনি জানান, হাঁস-মুরগি পালন করলেও ছোট থেকে বড় হয়ে উঠতে অর্ধেক নষ্ট হয়ে যায়। বাড়ি আশেপাশে থাকলেও কিছু মুরগি কাক ও শিয়াল নিয়ে যায়। আবার রোগ-ব্যধির (গ্রাম্যভাষা-ঝুরুনি) কারণে কিছু মুরগি মারা যায়। মুরগি বড় করতে বাচ্চা থেকে টিকিয়ে তোলা অনেক কষ্টকর। সব মিলিয়ে লোকসানে এখন আর হাঁস-মুরগি পালতে ইচ্ছে নেই জোছনার।

গ্রামে দেশি মুরগি পালন আগের তুলনায় অর্ধেকে নেমে এলেও প্রাণিসম্পদ অফিসের তথ্য বলেছে ভিন্ন কথা।

প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, ২০০৬ সালের হালনাগাদে ফেনীতে ১১ লাখ ৩ হাজার ৮০৯টি মুরগি পালন করা হলেও ২০১৯ সালের ১২ লাখ ৯৮ হাজার ৫৯৮টি মুরগি পালন করেছে গ্রামীণ জনগোষ্ঠী। অর্থাৎ একযুগে পালন বেড়েছে ১৭ দশমিক ৬৫ শতাংশ। তার এক বছর পর ২০২০ সালের সর্বশেষ হালনাগাদের তথ্যে মুরগি পালনের সংখ্যা প্রায় দ্বিগুণ দেখা যায়।

তবে বাস্তবে গৃহস্থে দেশি মুরগি পালনের সংখ্যার সঙ্গে এ তথ্যের কোনো ধরনের মিল পাওয়া যায়নি। ২০২০ সালে সেই তথ্য অনুসারে দেশি জাতের মুরগি পালন হয় ২৪ লাখ ৬৫ হাজার ৫৮৯টি।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৩, ২০২২ ৯:০০ অপরাহ্ন
বুধবার (৩ আগস্ট) পোল্ট্রি ও ডিমের সর্বশেষ পাইকারী বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৩/০৮/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.৭০
সাদা ডিম=৯.৪০
ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৯.০০
সাদা ডিম=৮.৭০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৮৫
সাদা ডিম=৮.৫৫
ব্রয়লার মুরগী=১৩৫//কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৩০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৪-২৫
লেয়ার সাদা=২৪-২৫
ব্রয়লার=২০-২২

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৯.৪০
লাল(বাদামী) মাঝারি ডিম=৯.০০

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৯.২০
সাদা ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=১৩৭/কেজি
কালবার্ড লাল=২৪০/কেজি
সোনালী মুরগী=২৪৫/কেজিদ
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৩
লেয়ার সাদা=২০-২২
ব্রয়লার=১৮-২০

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.৭০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৯.২০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২২
ব্রয়লার=১৯

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১৩২/১৩৩কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=৯.৬০
সাদা ডিম=৯.৪০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২২
লেয়ার সাদা =
ব্রয়লার =২০

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.৭৫
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৯.২৬
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৪০
সোনালী হাইব্রিড =৩৭

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৯.৩০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৯.৩৩
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=৪০
সোনালী হাইব্রিড =৩৭

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৯.১০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৯.০০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২২৫/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৯.২০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৯.৪২
ব্রয়লার মুরগী=/কেজি
লেয়ার মুরগী=২২০/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৪০
সোনালী হাইব্রিড =৩৭

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৬০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৯.৩০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজ
কালবার্ড লাল=২৪০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =২২

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৯.৫০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৯.২০
ব্রয়লার মুরগী=১৩৫/ কেজি
কালবার্ড লাল=২৩০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=
সাদা ডিম=
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৩, ২০২২ ৪:১১ অপরাহ্ন
মুরগির গামবোরো রোগের লক্ষণ ও করণীয়
পোলট্রি

খামারের মুরগি ভাইরাসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এসব রোগের মধ্যে গামবোরো অন্যতম।

মুরগির বয়স ২ মাস হলে গামবোরো রোগ হওয়ার সম্ভাবনা থাকে।

সঠিক সময়ে মুরগির গামবোরো রোগের চিকিৎসা না করা হলে খামারের সব মুরগি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা যায়, সর্বপ্রথম আমেরিকার সাসেক্সের গামবোরো নামক স্থানে ১৯৬২ সালে এটি প্রথম শনাক্ত হয়।

গামবোরো হলে মুরগির লসিকা গ্রন্থি বারসাকে আক্রান্ত করে বলে একে ইনফেকসাস বারসাল ডিজিজ-ও বলা হয়।

মুরগির গামবোরো রোগ বিরনা নামক ভাইরাসের ফলে হয়ে থাকে। যদিও এর দুটি সেরোটাইপ আছে তবে, একটিই (সেরোটাইপ-১) প্রোল্ট্রির ক্ষতির কারণ। ভাইরাসটি মুরগির ‘বারসা ফেব্রিসিয়াস’ কে আক্রান্ত করে।

এর ফলে মুরগির প্রতিরোধ ক্ষমতা, খাদ্য রূপান্তর দক্ষতা কমে যায়। সাধারণত শতকরা ৩০ ভাগ মুরগির এ রোগ হলে মৃত্যু হয়। মুরগি মারাত্মকভাবে আক্রান্ত হলে সে ক্ষেত্রে এর চেয়েও পরিমাণে মারা যেতে পারে।

সেরোটাইপ-১ শধুমাত্র মুরগিকে আক্রান্ত করে। সেরোটাইপ-২ মুরগী, টার্কি, পেঙ্গুইনসহ বেশ কিছু বন্য পাখির হতে দেখা যায়। তবে এটির তেমন কোনো প্রভাব নেই।

গামবোরো বা ইনফেকসাস বারসাল ডিজিজ একটি মারাত্মক সংক্রামক রোগ। সাধারণত সংক্রামিত বা আক্রান্ত মুরগি থেকে এটি ছড়িয়ে পড়ে। এবং খুব দ্রুতই সমস্ত ফ্লকে এটি বিস্তার লাভ করে। ভাইরাসটি সহজেই একটি শেড বা ফার্ম থেকে অন্য শেডে যেতে পারে। অধিক ঘনত্বে মুরগি পালন, বিভিন্ন বয়সের মুরগি একসঙ্গে রাখা, দুটি ব্যাচের মাঝের সময় শেড খালি না রাখা ও বায়োসিকিউরিটিসহ বেশ কিছু কারণে গামরোরো হতে পারে। প্যারেন্টস থেকে বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাও গামবোরো রোগের কারণ হতে পারে।

মুরগির গামবোরো রোগ হলে কিছু লক্ষণ দেখা দেয়। যেমন মুরগি দুর্বল, নিস্তেজ ও ডিহাইড্রেট হয়ে পড়ে। মুরগি পাতলা পায়খানা করে এবং পায়াখানা সাদা চুনের মতো দেখায়। এক জায়গায় বসে থাকে, নড়াচড়ায় অনীহা প্রকাশ করে। মুরগির পালক উস্কোখুস্কো থাকে। মুরগির শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। হঠাত করেই শুরু হয় ও মৃত্যুহার বেড়ে যায়। ভেজা মলদ্বার দেখা যায়।

এছাড়াও এই রোগ হলে মুরগির অভ্যন্তরীণ কিছু পরিবর্তন দেখা দেয়। যেমন পা ও রানের মাংসের ওপর ছোপ ছোপ রক্তের ছিটা দেখা যায়। মুরগির বারসা ফুলে যায় এবং বার্সা কাটলে ভিতরে রক্তের ছিটা দেখা যায়। কলিজা বেশ বড় ও ফ্যাকাশে হয়ে যায়। কিডনি বড় হয়ে যায়।

গামবোরো হলে মুরগির ডিহাইড্রেশন হয়। ফলে মুরগির প্রচুর ইলেক্ট্রোলাইট ঘাটতি পড়ে। এজন্য স্যালাইন পানি বা অনেকে গুড়ের পানি সরবরাহের কথা বলে থাকেন। দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াল সংক্রমণ ঠেকানোর জন্য এন্টিবায়োটিক দেওয়া যেতে পারে।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২, ২০২২ ৭:২৮ অপরাহ্ন
মঙ্গলবার (২ আগস্ট) পোল্ট্রি ও ডিমের সর্বশেষ পাইকারী বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০২/০৮/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.৭০
সাদা ডিম=৯.৪০
ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৮৫
সাদা ডিম=৮.৫৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৭০
সাদা ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=১২৮/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৪-২৫
লেয়ার সাদা=২৪-২৫
ব্রয়লার=২০-২২

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৯.২৫
লাল(বাদামী) মাঝারি ডিম=৮.৮৫

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২৪০/কেজি
সোনালী মুরগী=২৪৫/কেজিদ
বাচ্চার দর:-
লেয়ার লাল=২১-২৪
লেয়ার সাদা=২০-২২
ব্রয়লার=১৮-২০

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৯.১০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২২
ব্রয়লার=১৯

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=১৩২/১৩৫কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=৯.৫০
সাদা ডিম=৯.৩০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২২
লেয়ার সাদা =
ব্রয়লার =১৫

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.৬৫
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৯.০৬
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৯.০০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৯.০০
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৯.০০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৯.১৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৯.৩৫
ব্রয়লার মুরগী=/কেজি
লেয়ার মুরগী=২২০/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৫০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১৩০/কেজ
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২২
লেয়ার সাদা =
ব্রয়লার =২০

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৯.৪০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৯.০০
ব্রয়লার মুরগী=১৩০/ কেজি
কালবার্ড লাল=২৩০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৯.০০
সাদা ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২, ২০২২ ৬:০৪ অপরাহ্ন
ইউটিউব দেখে সফল খামারি কলেজছাত্রী দিলরুবা
পোলট্রি

কখনো কোদাল নিয়ে ক্ষেতে লাঙ্গলের ফলা ধরে মাটিচাষ, কখনো আবার হাঁস-মুরগির খাবার ও পানি দেয়াসহ নানান কাজে পারদর্শী অদম্য এক কলেজছাত্রীর নাম দিলরুবা। ইউটিউব দেখে নিজ বাড়ির আঙ্গিনায় গড়ে তোলেন ক্ষুদ্র হাঁস-মুরগির খামার।

তার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে। পিতার নাম হেলাল উদ্দিন।

দিলরুবার ঐকান্তিক প্রচেষ্টায় অভাব অনটনের সংসারে গড়ে তুলেছেন একটি ব্রয়লার মুরগির খামার। নিজে মুরগির ঘর তৈরিসহ যাবতীয় কাজ করেছেন দিলরুবা। এরই ধারাবাহিকতায় গত বছর খামারের পরিধি বাড়িয়ে এক হাজার ব্রয়লার মুরগি ও ২০০ হাঁসের বাচ্চা নিয়ে গড়ে তোলেন আরেকটি হাঁস-মুরগির খামার। পোল্ট্রি খামার দেখাশোনা ও ঔষধপত্র দেয়া সবই নিজ হাতে করেন তিনি।

অন্যদিকে লেখাপড়াতেও পিছিয়ে নেই দিলরুবা। কাজের ফাঁকে একটু সময় পেলেই টেবিলে বই নিয়ে পড়তে বসেন। সামনে এইচএসসি পরীক্ষা। তাই পড়ার চাপ কিছুটা বেশি। তবুও থেমে নেই তার পথচলা। লেখাপড়ার পাশাপাশি মেধা ও পরিশ্রম দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন এই হাঁস-মুরগির খামার।

বর্তমানে তার হাঁসগুলো ডিম দিতে শুরু করেছে। খামারের ব্যয় মিটিয়েও বাড়তি উপার্জনের আশা তার। দিলরুবা জানান, হাঁস-মুরগি পালনের কাজে তার বাবা হেলালউদ্দিন সাহায্য ও অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন শুরু থেকেই।

দিলরুবা জানান, কৃষি কাজ ও হাঁস-মুরগি পালন করা তার কাছে ছোটবেলা থেকেই অত্যন্ত ভালো লাগতো। তাই মহামারী করোনায় দীর্ঘ সময় কলেজ বন্ধ থাকা অবস্থায় প্রথমে মুরগির খামার গড়ে তোলেন। তার উন্নতি দেখে এলাকার অনেক বেকার যুবক হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।

দিলরুবার প্রত্যাশা সহজ শর্তে শিক্ষার্থীদের জন্য এসব খাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যদি ঋণ প্রদান করতো তবে আগামীতে আরো একটি হ্যাচারি ও একটি গবাদিপশুর খামার স্থাপন করে সফল উদ্যোক্তার কাতারে নাম লেখাতে পারতেন তিনি।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, কলেজছাত্রী দিলরুবা একজন কঠোর পরিশ্রমী ও সফল নারী উদ্যোক্তা। তার পরামর্শ ও সহযোগিতায় এলাকার অনেক বেকার যুবতী হাঁস-মুরগি পালনের সাথে জড়িত থেকে আর্থিকভাবে অনেক লাভবান হয়েছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মান্নান জানান, কলেজছাত্রী দিলরুবা লেখাপড়ার পাশাপাশি হাঁস-মুরগির খামার করে একজন আদর্শ খামারি হিসেবে এলাকায় পরিচিতি লাভের পাশাপাশি মাংস ও ডিমের চাহিদা পূরণ করে জাতীয় পর্যায়েও অবদান রেখে চলছেন। তিনি হাঁস-মুরগি পালন অব্যাহত রাখলে আগামীতে আরো উন্নতি লাভ করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২, ২০২২ ৮:০৩ পূর্বাহ্ন
পোল্ট্রি খামারে যেসব ব্যবস্থাপনা খুব জরুরি
পোলট্রি

মুরগির খামারের মাধ্যমে বর্তমান সময়ে অনেক বেকার যুবকরা স্বাবলম্বী হচ্ছেন। ব্রয়লার মুরগির পালনের মাধ্যমে দেশে মাংসের চাহিদা অনেকাংশেই পূরণ হচ্ছে। ব্রয়লার মুরগির খামারে যেসব ব্যবস্থা অবশ্যই থাকতে হবে সেগুলো খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার।

ব্রয়লার মুরগির খামারে যেসব ব্যবস্থা অবশ্যই থাকতে হবে:
ব্রয়লার মুরগির খামারে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এতে খামারে স্যাঁতস্যাঁতে ভাব বা গাসের সৃষ্টি হবে না। ব্রয়লার মুরগির খামার জনবসতি থেকে কিছুটা দূরে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো এমন স্থানে হতে হবে।

ব্রয়লারের খামারে প্রয়োজনীয় তাপের ব্যবস্থা করতে হবে। আর গরমের দিনে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ফ্যান ও প্রয়োজনীয় ভ্যান্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। ব্রয়লারের খামার কিছুটা উঁচু স্থানে নির্মাণ করতে হবে। খামারে বন্যার পানি ও অন্যান্য প্রতিকূল আবহাওয়া থেকে যাতে রক্ষা করা যায় সেই ব্যবস্থা রাখতে হবে।

সম্ভব হলে ব্রয়লার খামারের চারদিকে উঁচু দেয়াল বা বেড়া দিয়ে দিতে হবে যাতে প্রতিকুল আবহাওয়া, বন্যপ্রাণী কিংবা শত্রুর হতে রক্ষা করা যায়।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১, ২০২২ ৯:৩৩ অপরাহ্ন
পোল্ট্রির খামার কোথায় করবেন
পোলট্রি

বর্তমানে সবাই খামারের দিকে ঝুঁকছেন বেশ। পোল্ট্রি খামার করে অনেকেই কোটিপতিও বনে গেছেন। এর থেকে লাভ পেতে সবচেয়ে বেশি নজর রাখতে হয় খামার করার জায়গার দিকে। খামারের জায়গা তথা পরিবেশ যত ভালো হবে তত উন্নতি হবে। এই জন্য দরকার কিছু পদক্ষেপ।

প্রথমত এটি শহর থেকে সামান্য দূরে হতে পারে। যেখানে জমি খুব সস্তা। কিন্তু আপনি শহরের থেকে খুব দুরে খামার করবেন না। এছাড়াও আবাসিক এলাকায় খামার স্থাপন এড়িয়ে চলুন, কারণ হাঁস-মুরগীর খামার থেকে দুর্গন্ধ হয়। খামারের অবস্থান নির্বাচন করার সময় পরিবহন ব্যবস্থা সম্পর্কে খেয়াল রাখা আবশ্যক।

খামারের স্থান উঁচু হওয়া উচিত। খামার এমন স্থানে গড়তে হবে যেখানে বন্যার পানি কখনও প্রবেশ করতে না পারে।

খামার স্থাপনের জন্য নির্বাচিত স্থানে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা থাকতে হবে।

যেখানে খামার করা হবে সেখানে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১, ২০২২ ৭:৩১ অপরাহ্ন
সোমবার (১ আগস্ট) পোল্ট্রি ও ডিমের সর্বশেষ পাইকারী বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০১/০৮/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.৫০
সাদা ডিম=৯.২০
ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৪৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৬৫
সাদা ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৮/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৪-২৫
লেয়ার সাদা=২৪-২৫
ব্রয়লার=২০-২২

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২৪০/কেজি
সোনালী মুরগী=২৪৫/কেজিদ
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৩
লেয়ার সাদা=২০-২২
ব্রয়লার=১৭-১৯

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৯.১০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =
ব্রয়লার=

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১২৪/১২৯কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=৯.৩০
সাদা ডিম=৯.০০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২২
লেয়ার সাদা =
ব্রয়লার =১৫

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.৫৫
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৮৫
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৯৫
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.৯৫
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৮.৭০
সাদা ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.৮৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.৯০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৯.২৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৯.৪৫
ব্রয়লার মুরগী=১১৩/কেজি
লেয়ার মুরগী=২২০/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.৬০
সাদা ডিম=৮.৩০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১৩১/কেজ
কালবার্ড লাল=২৪৫/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২২
লেয়ার সাদা =
ব্রয়লার =১৮

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৯.৪০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১৩০/ কেজি
কালবার্ড লাল=২৩০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৯.০০
সাদা ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ৩১, ২০২২ ৮:১৯ অপরাহ্ন
রবিবার(৩১ জুলাই) পোল্ট্রি ও ডিমের সর্বশেষ পাইকারী বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:৩১/০৭/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.৫০
সাদা ডিম=৯.০০
ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৩৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৬৫
সাদা ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১২৮/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৫-১৭
লেয়ার সাদা=১৭-১৮
ব্রয়লার=১৮-২০

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৯.০০
লাল(বাদামী) মাঝারি ডিম=৮.৬০

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৯.০০
সাদা ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী=১৩৩/কেজি
কালবার্ড লাল=২৪০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=১৮-২০

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৯.১০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৯.০০
ব্রয়লার মুরগী=১২০/কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =১৭-২০
ব্রয়লার=১৫

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১২২/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=৯.৩০
সাদা ডিম=৯.০০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =১৫

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৯১
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৩৮
সোনালী হাইব্রিড =৩৫

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১২০/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.৬৭
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=৩৮
সোনালী হাইব্রিড =৩৫

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৮.৭০
সাদা ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.৭৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=২২৫/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৯.১০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৯.৩১
ব্রয়লার মুরগী=১১৩/কেজি
লেয়ার মুরগী=২২০/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৩৮
সোনালী হাইব্রিড =৩৫

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.৫০
সাদা ডিম=৮.২০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৯.১০
ব্রয়লার মুরগী=১৩১/কেজ
কালবার্ড লাল=২৪৫/কেজি
সোনালী মুরগী=২৫৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১২
লেয়ার সাদা =
ব্রয়লার =১৮

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৯.৪০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৯.০০
ব্রয়লার মুরগী=১৩৫/ কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৯.০০
সাদা ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop