গরু চরাতে গিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
পাঁচমিশালি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় গরু চরাতে গিয়ে ট্রাকের চাপায় আফতাব মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামের মিরপুর টু ধুলিয়াখাল রোডে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, উপজেলার চন্দ্রছড়ি গ্রামের আফতাব মিয়া সকালে তার গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশে মিরপুর টু ধুলিয়াখাল সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আফতাব মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।