ঘোড়াশালে ডিবি পুলিশ পরিচয়ে গরু লুট!
প্রাণিসম্পদ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কেমিক্যাল কারখানা থেকে ১০টি গরুসহ নগদ নগদ ৩০ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। সোমবার (৯ আগস্ট) রাতে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামে এনকে কেমিক্যাল কারখানায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে প্রতিষ্ঠানটির পরিচালকের ছোট বোন জেসমিন আফরোজ বাদী হয়ে অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।
পুলিশ ও প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, রাতে ১০-১৫ জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে কারখানায় প্রবেশ করে। সেখানে কর্মচারীদের একে একে ডেকে এনে হাত-পা বেঁধে কারখানার একটি কক্ষে বন্দী করে। পরে ট্রাক দিয়ে কারখানায় থাকা ১০টি গরু ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নেয়।
কারখানার ইনার্জ মো. লিটন মিয়া জানান, কারখানায় গরুর খামার ও বাগান দেখাশুনার জন্য ৭ থেকে ৮ জন কর্মচারী রয়েছে। লুটকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কারখানায় প্রবেশ করে কর্মচারীদের একটি মরদেহের পরিচয় জানার কথা বলে একে একে ডেকে আনে। পরে তাদের বেঁধে এসব লুট করে নেয়।