চাঁদপুরে আরও ৩ গরু চোর আটক
প্রাণিসম্পদ
গত কয়েকদিন ধরে গরুচোরে উত্তাপ বেড়েই চলছে।দেশের সর্বত্র এই চোর চক্রের সদস্য আটক হচ্ছে।আবারও চাঁদপুরের হাজীগঞ্জে গরু চোর চক্রের আরও ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা ও বেলঁচো এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ পরিদর্শক মো. আবদুল আলিম ও মো. গোলাম ছামদানীসহ সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলো- গন্ধব্যপুর ইউনিয়নের পাচৈই চৌকিদার বাড়ির আবদুল আউয়াল(৩০), হাজীগঞ্জ সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মিঠু (৩০), একই গ্রামের হুতার বাড়ির মীর হোসেন(৪৮)।
সম্প্রতি আন্ত:জেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে গরু চুরির সরঞ্জামসহ আটক করা হয়। এনিয়ে কয়েকদিনে মোট ৭ গরু চোরকে পুলিশ আটক করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, চোরাই গরু উদ্ধারে পুলিশ কাজ করছে। সেই সাথে গরু চোর চক্রের হোতাদের আটক করতে অভিযান চালাচ্ছে। আদালতে আটক গরু চোরদের প্রত্যেকের ৭দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। লকডাউন শেষে আদালতের আদেশ আসবে। বর্তমানে গরু চোর ৩ জন চাঁদপুর কারাগারে রয়েছে।
এগ্রিভিউ/এসএমএ