৮:০৬ পূর্বাহ্ন

শুক্রবার, ৩ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • চাঁপাইনবাবগঞ্জের আমে জমজামাট বাজার
ads
প্রকাশ : জুন ৪, ২০২১ ১১:৪২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের আমে জমজামাট বাজার
প্রাণ ও প্রকৃতি

চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের মধ্যেও ধীরে ধীরে জমে উঠছে আমের বাজার। তবে অন্যবছরের তুলনায় বাজারে ক্রেতা কম থাকায় বিক্রি হচ্ছে কম।

জেলা শহরে দেখা গেছে, তিন-চারদিন আগের তুলনায় ক্রেতাদের ভিড় বেশি। বাজারে কয়েক দিন আগে গোপালভোগ ও কিছু গুটি জাতের আম থাকলেও এখন পাওয়া যাচ্ছে খিরসাপাতও।

শহরের মসজিদপাড়ার এলাকার একজন ব্যবসায়ী জানান, তিনি সকালে ২০ মণ খিরসাপাত আম কিনেছেন এক বাগানমালিকের কাছ থেকে। সকল সাড়ে ১০টা পর্যন্ত বিক্রি করেছেন ছয় মণ। গতকাল তিনি ২৫ মণ খিরসাপাত আম কিনে সারাদিনে সব বিক্রি করতে পেরেছিলেন।

একই এলাকার নূর হোসেন ছোটকা নামে একজন ব্যবসায়ী বলেন, সকালে তিনি ৬০ মণ খিরসাপাত আম কিনেছেন। সাড়ে ১০টা পর্যন্ত কিছুই বিক্রি করতে পারেননি।তবে বুধবার ৮০ মণ খিরসাপাত ও ৩০ মণ গোপালভোগ কিনে সারাদিনে সবই বিক্রি করতে পেরেছিলেন বলে জানান।

তিনি বলেন, “আজ ক্রেতা কিছুটা কম। তাই বিক্রি হচ্ছে ধীরগতিতে। তবে আমি আশাবাদী সব আম সারাদিনে বিক্রি করতে পারব।”

জেলার বাইরে থেকে আসা ব্যবসায়ীরা এসব আম কিনে নিয়ে যায় বলে তারা জানান। তাছাড়া অনেকেই আত্মীয়বাড়ি বেড়াতে এসে আম কিনে নিয়ে যায়। তাদের সংখ্যাটা বেড় বড়। কিন্তু এবার লকডাউনের কারণে তারা না আসায় কম বিক্রি হচ্ছে বলে জানান তারা।

পুরাতন বাজারের আড়তদার ও বাগানমালিক বাহরাম আলী বলেন, খিরসাপাত ১৪০০ থেকে ১৬০০ টাকা আর গোপালভোগ ১৬০০ থেকে ১৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে এবারের আম।“অন্য বছর এসব আম ২০০০ থেকে ২৫০০ টাকা মণ দরে বিক্রি হত। আশানুরূপ ক্রেতা না আসায় বিক্রি কম হচ্ছে।”

জেলার সবচেয়ে বড় আমের বাজার কানসাট। কানসাটে ইতিমধ্যে গত কয়েক দিন থেকে আম বিক্রি শুরু হয়েছে। এছাড়া জেলার অন্যতম বড় আমবাজার গোমস্তাপুর উপজেলার রহনপুর ও শহরের পুরাতন বাজার। জেলায় রয়েছে আরও বেশ কিছু ছোট-বড় বাজার ও আড়ত।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, লকডাউনে আম বেচাকেনায় কোনো বাধা নেই। আম পরিবহনেও কোনো বাধা নেই। ব্যবসায়ীরা জেলার বাইরে আম নিয়ে যেতে পারবেন। বাইরের জেলা থেকেও এ জেলায় আম কিনতে আসতে পারবেন। জেলায় এবার ৩৪ হাজার ৭৩৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop