তিস্তার পানির স্রোতে নিখোঁজ কৃষক
কৃষি বিভাগ
বুধবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে থেতরাই ইউনিয়নের চর জুয়ান সাতরা এলাকা দিয়ে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। রাত ৯টা পর্যন্ত বদিউজ্জামানের কোনো হদিস পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির।
থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, সকালের দিকে ঘাস কাটার জন্য বদিউজ্জামান, শহিদুল ইসলাম, সাজু মিয়া, গোলজার হোসেন, মশিউর রহমানসহ ৭ জন তিস্তা নদী পারি দিয়ে জুয়ান সাতরা চরগ্রামে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান। তখন নদীতে কোথাও হাঁটু সমান কোথাও একটু বেশি পরিমাণ পানি ছিল। এরপর দুপুরে দিকে ঘাস কেটে নিয়ে নদী পারে এসে দেখেন পানি বেড়েছে। এ অবস্থায় তারা নদী সাঁতরে পার হয়ে বাড়ি ফেরার পথে বদিউজ্জামান নদীর তীব্র স্রোতে ডুবে যান এবং নিখোঁজ হন।
ইউপি চেয়ারম্যান আরও জানান,স্থানীয় অধিবাসীরা দু’টি নৌকা নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি।
উলিপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার আব্বাস আলী বলেন, তারা সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়েছেন। তাদের এখানে কোনো ডুবুরি নেই। রংপুর থেকে ডুবুরি আনতে হয়। সাধারণত রাতে ডুবুরি নামানো হয় না। এজন্য নিখোঁজ হওয়া কৃষকের সন্ধানে কোনো সহযোগিতা করতে পারেন নি।