দিনাজপুরে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা
কৃষি বিভাগ
আগাম আমন ও উফশী জাতের ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো। কৃষকরা বলছেন, বাজারে ভালো দামও পাচ্ছেন তারা। কৃষি বিভাগ মনে করছে, জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত চাল দেওয়া যাবে দেশের খাদ্যভাণ্ডারে।
চলছে ব্রি-৯০ ও ৩৪ আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। দিনাজপুরের মাঠে মাঠে এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভালো ফলন এবং ভালো দর পেয়ে লাভবান তারা।