পঞ্চগড়ে চোরাকারবারির বাড়ি থেকে ভারতীয় গরু উদ্ধার
প্রাণিসম্পদ
পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে দেদারছে আসছে গরু। জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে গরু প্রবেশে কড়াকড়ি না থাকায় উভয় দেশের চোরাকারবারিরা নিয়ে ভারতীয় গরু নিয়ে আসার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই চোরাকারবারির বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করেন।
গতকাল সোমবার (১২ জুলাই) পুলিশ অভিযান করে ভারতীয় গরু উদ্ধর করেন।
পুলিশ জানায়, জেলার বোদা উপজেলার বড়শশী মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে নিয়ে আসা এই পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করা হয়। মালকাডাঙ্গা এলাকার গরু চোরাকারবারী ডালিমের (৩৬) বাড়ি থেকে দুটি মাঝারি এবং তার ছোট ভাই মামুনের (৩২) বাড়ি থেকে তিনটি বড় আকৃতির ভারতীয় গরু উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। উদ্ধার গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। বর্তমানে গরুগুলো বোদা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পাঁচটি ভারতীয় গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি আবু সাঈদ চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর মামুন ও ডালিমসহ জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। পরে গরুগুলোকে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানান তিনি।