পূর্বশত্রুতার জেরে ঈদের দিনে ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষকের!
কৃষি বিভাগ
নেত্রকোনার মদনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. দিলোয়ার হোসেন দিলু (৪০) নামে এক কৃষকের প্রাণ গেল। নিহত দিলোয়ার ওই গ্রামের আব্দুর রেজ্জাক মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আল আমীনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(১৪ মে) দুপুরে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছর জমিতে ধান কাটা নিয়ে নিহত দিলোয়ার ও একই গ্রামের আন্তু মিয়ার ছেলে আল আমীনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গ্রামবাসী বিষয়টি মিটমাটও করে।
শুক্রবার দুপুরে দিলোয়ার বাড়ির সামনের মাঠে গরু চড়াতে গেলে অভিযুক্ত আল আমীন তার পেটে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় স্বজনরা তাকে মদন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি।
ওসি ফেরদৌস আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে আল আমীন এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত আল আমীনকে নিজ গ্রাম থেকে বিকালে আটক করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।