বিনামূল্যে মাছ-শাক-সবজি পাবেন মেহেরপুরের কর্মহীনরা
পাঁচমিশালি
করোনায় কোণঠাসা পুরো দেশ। আর্থিক সংকটে ভুগছেন সবাই। তাই এই মহামারিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন মেহেরপুর পৌর মেয়র। বিনামূল্যে মাছ-শাক-সবজি পাবেন সেখানকার কর্মহীন মানুষ।
শুক্রবার (৭ মে) শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে বিনামূল্যের এ হাট উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
ব্যতিক্রমী এ হাট থেকে কর্মহীন যে কোনো মানুষ যে কোনো ধরনের কাঁচা বাজার, মাছ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারবেন। হাট প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে ঈদের আগ পর্যন্ত চলছে। উদ্বোধনের পর থেকে শতাধিক কর্মহীন মানুষ বিনামূল্যের এ হাট থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সংগ্রহ করতে দেখা যায়।
এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, করোনা মহামারিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেকেই কর্মহীন হয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। নিজের প্রয়োজনীয়তার কথা মুখ ফুটে বলতে পারছেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা যুবলীগের এ আয়োজন বলে তিনি জানান।