ব্যবস্থাপত্র ছাড়া গরু মোটাতাজাকরণ ওষুধ বিক্রি করায় জরিমানা
প্রাণিসম্পদ
গাজীপুরের কাপাসিয়ায় প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) ছাড়া গবাদিপশুর ওষুধ বিক্রির অভিযোগে মো. জাহিদুল ইসলাম নামে এক দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জাহিদুল সাফাই শ্রী এলাকার ঔষধ বিক্রেতা।
ইউএনও মোসা. ইসমত আরা জানান, বিধি মোতাবেক রেজিস্ট্রার চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া গবাদিপশুর ওষুধ বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়েছে। তা উপেক্ষা করে সোমবার সাইশ্রী এলাকার দোকানি মো. জাহিদুল ইসলাম তার ওষুধের দোকানে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ও গরু মোটাতাজাকরণের জন্য ব্যবহৃত স্টেরয়েড বিক্রি করেছেন। তার প্রমাণও পাওয়া গেছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ওষুধ আইন ১৯৪০ এর ১৮ ধারা লঙ্ঘন করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রত্যেক খামারি ও ফার্মেসিকে ভেটেরিনারি চিকিৎসকের অনুমোদন ছাড়া ওষুধ বিক্রি না করার জন্য পত্র দেয়া হয়েছে।