মানিকগঞ্জে বার্ষিক কৃষক সম্মেলন অনুষ্ঠিত
কৃষি বিভাগ
‘কৃষি হলে পরিবেশ বান্ধব ও প্রকৃতি নির্ভর কৃষক হবে স্বনির্ভর’ এই স্লোগানে মানিকগঞ্জে বার্ষিক কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটি, কৃষক গবেষণা ফোরাম ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)-এ সম্মেলনের আয়োজন করে।
জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ রওশন আলম।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ তাহমিনা শহিদ, জেলা কৃষি উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বায়ড়া ইউনিয়ন কৃষি উন্নয়ন কমিটির সভাপতি ফরহাদ হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, জেলা পরিষদের সদস্য শামীমা চায়না, আঞ্চলিক সমন্বয়কারী (বারসিক) বিমল রায় ও প্রান্তিক কৃষকরা।
সম্মেলন শেষে জেলা কৃষি উন্নয়ন কমিটির নতুন কমিটি গঠন করা হয়।