সাতক্ষীরায় পুকুরে দুর্বৃত্তের বিষ, মরলো ১০ লাখ টাকার মাছ!
মৎস্য
সাতক্ষীরা সদর উপজেলার শিব নগরের একটি মৎস্য ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মৎস্য ঘেরের মালিক রাকিব হাসান রনি।
বুধবার (২১ এপ্রিল) বিষ প্রয়োগের ফলে মৎস্য ঘেরে রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।
রাকিব অভিযোগ করেন, সদর উপজেলার রাজনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিন্টু একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মনিরুল ইসলাম, মো. কামরুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম মঙ্গলবার রাতে ঘেরে বিষ প্রয়োগ করেছে।
তিনি বলেন, বেশ কয়েকদিন আগে ঘেরের সেচের মোটর চুরি করার প্রতিবাদ কারায় তারা এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও অভিযুক্তরা এলাকায় বিভিন্ন ঘেরে মাছ চুরি ও বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান রাকিব।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দীন জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।