সিরাজগঞ্জে গরু বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু
প্রাণিসম্পদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়নে কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় গোয়ল ঘরে থাকা গরু দু‘টি বাঁচাতে ছুটে যান নজরুল ইসলাম (২৬)। একটি গরু বাইরে আনতে পারলেও অন্য গরুর দড়ি খুলতে গিয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নজরুলের পিতা নুরুল ইসলামও দগ্ধ হয়েছেন। মারা গেছে ঘরের সেই গরুটিও।’
সোমবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় সলংগা থানার ফেউকান্দি গ্রামের নজরুল ইসলামের গোয়াল ঘরে এই দুর্ঘটনা ঘটে।
সলঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেন জানান, নুরুল ইসলামের গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। এসময় ওই ঘরে দুটি গরু ছিল। নজরুল গরু দুটিকে বাঁচানোর জন্য গোয়ালঘরে ঢুকলে একটি গরুকে বাঁচাতে পারলেও অপর গরুসহ তিনি পুড়ে মারা যান।
প্রতিবেশীদের সহযোগিতায় উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে তিনি জানান।